Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: টিআরপি তালিকায় সেরার সেরা মিঠাই ও উচ্ছেবাবু! বাকিরা কে কোথায়?

ওয়ার্ক ফ্রম হোমে ধারাবাহিকের শ্যুটিং হওয়া একেবারেউ না পাসন্দ ছিল মা কাকিমাদের। আর এর প্রভাব পড়ছিল ধারাবাহিকের টিআরপিতে। তবে আর ওয়ার্ক ফ্রম হোম নয় ফের ক্যামেরা রোল অ্যাকশান, ক্যামেরাতে আড্ডা…

Avatar

By

ওয়ার্ক ফ্রম হোমে ধারাবাহিকের শ্যুটিং হওয়া একেবারেউ না পাসন্দ ছিল মা কাকিমাদের। আর এর প্রভাব পড়ছিল ধারাবাহিকের টিআরপিতে। তবে আর ওয়ার্ক ফ্রম হোম নয় ফের ক্যামেরা রোল অ্যাকশান, ক্যামেরাতে আড্ডা গল্পে এখন জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিক। কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের সাথে অপু আর গুনগুনের হাড্ডাহাড্ডি লড়াই চললেও মিঠাইকে কেউ পরাজিত করতে পারলোনা। ২৫ তম সপ্তাহেও মিঠাই প্রথম।

মনোহারাতে মোদক পরিবারে শ্রী আর রাতুলের অষ্টমঙ্গলার জমজমাট এপিসোড মন ছুঁয়ে গিয়েছে মা কাকিমার। কখনো মিঠাই কে নকল করছেন তাঁর উচ্ছে বাবু আবার কখনো সিদ্ধার্থকে ভুত সেজে ভয় দেখাচ্ছেন মিঠাই। সব মিলিয়ে দর্শকদের এই হুটির টক ঝাল মিষ্টি রসায়ন বেশ ভালো লেগেছে। তাই তো এই সপ্তাহেও সেরা ধারাবাহিক জি বাংলার মিঠাই। টিআরপি তালিকায় ১০.৩ পেয়ে প্রথম স্থান দখল করলো মিঠাই আর সিদ্ধার্থ মোদক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দু-তিন সপ্তাহ ধরে গুনগুন এবং অপুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কখনো গুনগুন এগোচ্ছে তো কখনো অপু। তবে এসপ্তাহের এই টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইতে একটুর জন্য দ্বিতীয় স্থান দখল করেছে অপু আর দীপু। ৮.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জি বাংলারই অপর ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। মাত্র . ১ পয়েন্টের ফারাকে ৮.৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘খড়কুটো’ আর স্টার জলসার চ্যানেল টপারের তকমা ধরে রেখেছে সৌগুনই।

কয়েকসপ্তাহ ধরে বামাক্ষ্যাপা বেশ ভালোই স্কোর করছে। এবারেও ৭.৪ পেয়ে প্রথম প চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার মহাপীঠ তারাপীঠ। গত সপ্তাহ থেকে বেশ অনেকটা পিছিয়ে গেলেও নিখিলের আকস্মিক দুর্ঘটনা অনেকটাই এই ধারাবাহিককে এগিয়ে নিয়ে এসেছে। ৭.১ পেয়ে পঞ্চম স্থানেই জি বাংলা কৃষ্ণকলি ধারাবাহিক। নিখিলের এই প্রাণসংশয়ের টুইস্টকে ট্রাম্পকার্ড বানিয়ে টিআরপি তালিকা তৈরী করলেন।

৬.৯ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক- স্টার জলসা শ্রীময়ী এবং জি বাংলার যমুনা থাকি। আগের সপ্তাহের থেকে অনেকটাই পিছিয়ে শ্রীময়ী। ৬.৭ পেয়ে সপ্তম স্থানে পিছিয়ে গিয়েছে স্টার জলসার গঙ্গারাম। ৬.৫ তে অষ্টম স্থানে জি বাংলার রানী রাসমণি এ। ৫.৯ পেয়ে নবমস্থানে রয়েছে স্টার জলসার বরন। বরণ কয়েক সপ্তাহ ধরে সেরা পাঁচে জায়গা না করলেও সেরা দশে প্রবেশ করে নিয়েছে। এবার এটাই দেখার মিঠাইকে কি টক্কর দিতে পারবে এই ধারাবাহিক। অন্যদিকে ৫.৬ পেয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার গ্রামের রানী বীণাপাণি।

একনজরে এই সপ্তাহের সেরা ১০ এর টিআরপির তালিকা দেখে নিন একনজরে

১.মিঠাই- ১০.৩

২. অপরাজিতা অপু- ৮.৪

৩.খড়কুটো- ৮.৩

৪.মহাপীঠ তারাপীঠ- ৭.৪

৫.কৃষ্ণকলি- ৭.১

৬.যমুনা ঢাকি, শ্রীময়ী- ৬.৯

৭.গঙ্গারাম- ৬.৭

৮. করুণাময়ী রাসমণি- ৬.৫

৯.বরণ- ৫.৯

১০.গ্রামের রানি বীণাপাণি- ৫.৬

About Author