Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bengal Cyclone update: ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাব পড়বে কি বাংলায়? স্পষ্ট করল মৌসম ভবন

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ…

Avatar

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে এই শীতের ইনিংসের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম এবং পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি বাংলায়? এবার তা স্পষ্ট করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। এমনকি নিম্নচাপের জন্য বৃষ্টি হওয়ারও তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড়ের নিম্নচাপের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে শীতের প্রকোপ কয়েক দিনের জন্য অনেকটাই কমে যাবে। এমনকি এখন থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদের ঊর্ধ্বমুখী গমন লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আন্দামান সাগরের উপর যে নিম্নচাপ অবস্থান করছে তা ঘনীভূত হয়ে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলের দিকে এগিয়ে যাওয়ার জেরে পশ্চিমবঙ্গের একাংশের আকাশ মেঘলা থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ ৭ ডিসেম্বর অর্থাৎ বুধবার কলকাতায় দিনের আকাশ পরিষ্কার থাকবে৷ শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এর আগে মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

About Author