Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাকিবকে নিরাপত্তা দিতে গানম্যান নিয়োগ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Updated :  Wednesday, November 18, 2020 7:29 PM

ঢাকা: নির্বাসন উঠে গিয়েছে। কিন্তু তাও চিন্তার ভাঁজ এখনও রয়ে গিয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কপালে। কারণ, সম্প্রতি দীপাবলি উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। আর তারপর থেকেই তাঁকে কুপিয়ে খুন করার হুমকি দিয়েছেন মহসিন তালুকদার নামে বাংলাদেশের সিলেটের এক ব্যক্তি। তাই সাকিবকে নিরাপত্তা দিতে গানম্যান নিয়োগ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ, বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সৈনিককে সাকিবকে নিরাপত্তা দিতে দেখা যায়। যদিও গতকাল, মঙ্গলবার সুনামগঞ্জ থেকে হুমকি দেওয়া ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। কিন্তু তারপরেও এতটুকু অসতর্ক হতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের অলরাউন্ডারকে কড়া নিরাপত্তায় রেখেছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। এমন কোনও বিষয় একেবারেই কাঙ্ক্ষিত নয়। আমরা এই ঘটনা জানার পরই যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছি এবং সাকিবকে নিরাপত্তা দিয়েছি।’ তবে এ প্রসঙ্গে সরাসরি এখনও পর্যন্ত সাকিব আল হাসানের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।