Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holidays: এই মাসে ১৪ দিন ব্যাংক ছুটি থাকবে, জেনে নিন ছুটির তালিকা

Updated :  Wednesday, April 3, 2024 10:22 PM

মার্চ মাস শেষ হয়েছে এবং একই সাথে শেষ হয়ে গিয়েছে ২০২৩-২০২৪ আর্থিক বছর। এই নতুন আর্থিক বছর শুরু হয়েছে এই এপ্রিল মাস থেকে। নতুন আর্থিক বছর শুরুর কারণে অনেক রাজ্যে এই মুহূর্তে রয়েছে ব্যাংকে ছুটি। ১ এপ্রিল ছাড়াও এই মাসে অনেকদিন ব্যাংক হলিডে থাকার কথা। বিভিন্ন অনুষ্ঠানের কারণে সারাদেশে নির্বাচিত রাজ্যগুলিতে থাকবে ব্যাংক ছুটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এপ্রিল মাসে কত দিন ছুটি থাকবে ব্যাংক।

৩০ দিনের এপ্রিল মাসে এক বা দুই দিনের জন্য নয় বরং ১৪ দিনের জন্য থাকবে ব্যাংক ছুটি। এই ছুটি যদিও একটানা থাকবে না। রাজ্যগুলিতে বিভিন্ন দিনে ব্যাংক বন্ধ থাকবে। রামনবমী ঈদের ছুটি এবং অন্যান্য বিশেষ উপলক্ষে ব্যাংক ছুটি থাকার কথা।

আর্থিক বছরের শেষ দিন সোমবার ব্যাংক খোলা থাকার কারণে ১ এপ্রিল ব্যাংক ছুটি থাকবে। বাবু জগজীবন রামের জন্মদিন এবং জামাতুল বিদার কারণে শুক্রবার ৫ এপ্রিল হায়দ্রাবাদ তেলেঙ্গানা এবং জম্মু-কাশ্মীর ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে। রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশের ব্যাংক বন্ধ থাকবে ৭ তারিখ। ৯ই এপ্রিল মঙ্গলবার বেলাপুর, ব্যাঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজী এবং শ্রীনগরে গুরি পাওড়া উপলক্ষে ছুটি থাকবে ব্যাংক। এছাড়াও প্রথম নবরাত্রীর কারণে ব্যাংক বন্ধ থাকার কথা বেশ কিছু জায়গায়।

ঈদ উপলক্ষে ১০ এপ্রিল বুধবার কোচি এবং কেরালায় ব্যাংক বন্ধ থাকবে। ১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদের ছুটির কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ১৩ এপ্রিল শনিবার দ্বিতীয় শনিবার হবার কারণে এবং ১৪ এপ্রিল রবিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। হিমাচল দিবসের কারণে সোমবার ১৫ এপ্রিল গুয়াহাটি এবং শিমলায় ব্যাংক বন্ধ থাকবে।

বুধবার ১৭ এপ্রিল রামনবমীর কারণে আমেদাবাদ বেলাপুর ভোপাল ভুবনেশ্বর চন্ডিগড় দেরাদুন গ্যাংটক হায়দ্রাবাদ জয়পুর কানপুর লখনও পাটনা রাঁচী শিমলা মুম্বাই এবং নাগপুরে ব্যাংক বন্ধ থাকবে। গড়িয়া পূজোর ছুটির কারণে ২০ এপ্রিল শনিবার আগরতলায় ব্যাংক বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির কারণে অর্থাৎ একুশে এপ্রিল রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। ২৭ এপ্রিল শনিবার হবার কারণে ও ২৮ এপ্রিল রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।