Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১১ দিন! দরকারি কাজগুলি তাড়াতাড়ি সেরে নিন, নাহলে সমস্যায় পড়বেন

ব্যাঙ্কিং আমাদের দৈনিন্দ জীবনে অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আর এবার সেই ব্যাংকের দরুন চলিত মাসে আমাদের পড়তে হতে পারে কিছু বড় সমস্যায়। উৎসবের মাস এসে গেল। এখন থেকেই লেগে গেছে…

Avatar

ব্যাঙ্কিং আমাদের দৈনিন্দ জীবনে অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। আর এবার সেই ব্যাংকের দরুন চলিত মাসে আমাদের পড়তে হতে পারে কিছু বড় সমস্যায়। উৎসবের মাস এসে গেল। এখন থেকেই লেগে গেছে পুজোর আমেজ। মধ্যবিত্তের খরচ হবে স্বাভাবিক ভাবেই বেশি।

তবে খরচের ভয়ে পকেটে নগদ রাখবেন না ভেবে থাকলে সমস্যা! কারণ এই পুজোর মাসেই মোট ১১টি ব্যাংক হলিডের দিন পড়েছে। অর্থাৎ, গোটা মাসে ২০ দিন মত ব্যাংক খোলা থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেখে নিন ব্যাংক ছুটির পুরো তালিকা:

২ অক্টোবর গান্ধী জয়ন্তির জন্য বন্ধ থাকবে দেশের প্রায় সব ব্যাংক। ৬ অক্টোবর রবিবার স্বাভাবিকভাবেই বন্ধ ব্যাংক,৭ ও ৮ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে যথাক্রমে নবমী ও দশমীর কারণে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ১২-১৩ ব্যাংক বন্ধ থাকবে শনি ও রবিবার হওয়ার কারণে।

২০ অক্টোবর রবিবার হওয়ার কারণে বন্ধ থাকবে ব্যাংক। এছাড়া ২৬,২৭,২৮ ও২৯ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে যথাক্রমে চতুর্থ শনিবার, দীপাবলি, গোবর্ধন পুজো ও ভাইফোঁটার কারণে।

About Author