জুন মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন ছুটির তালিকা

Advertisement

Advertisement

লকডাউনে সমস্ত ব্যাংক খোলা থাকলেও ব্যাংক গুলির কাজের সময়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সংক্রমণ এড়াতে অনেক ব্যাংকেই নির্দিষ্ট সময়ের কম কাজ করা হচ্ছে। ব্যাংকের তরফে কাজের সময় কমিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় জুন মাসে ব্যাংকে কতদিন ছুটি থাকবে তা ঘোষণা করা হলো রিজার্ভ ব্যাংকের তরফে। সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকই এই জুন মাসের এই দিন গুলিতে বন্ধ থাকবে। এই ছুটির দিন গুলির মধ্যে রবিবার, শনিবার এবং বিভিন্ন রাজ্যের ছুটি আছে।

Advertisement

দেখে নিন জুন মাসের ব্যাংকের ছুটির তালিকা-

Advertisement

১. ৫ই জুন, শুক্রবার: সাগা দাওয়া উৎসবের জন্য এইদিন ব্যাংক বন্ধ থাকবে সিকিমে। এই দিনটি ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বান হিসেবে পালন করা হয়।

Advertisement

২. ১৫ই জুন, সোমবার: রাজ্যে একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইয়ং মিজো অ্যাসোসিয়েশন’ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এইদিন ব্যাংক বন্ধ থাকবে মিজোরামে। ‘রাজা’ উৎসবের জন্য একইদিনে ওড়িশাতেও বন্ধ থাকবে সমস্ত ব্যাংক।

৩. ১৮ই জুন, বৃহস্পতিবার: জম্মু ও কাশ্মীরে ‘গুরু হরগোবিন্দ জি’ এর জন্মদিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে এইদিন।

৪. ২৩শে জুন, মঙ্গলবার: রথযাত্রার জন্য ওড়িশায় ব্যাংক বন্ধ থাকবে এইদিন।

৫. ৩০শে জুন, মঙ্গলবার: মিজোরামে আঞ্চলিক ছুটি ‘রেমনা নি’- এর জন্য ব্যাংক বন্ধ থাকবে।

৬. শনিবার পড়ায় ১৩ এবং ২৭শে জুন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক এবং রবিবার পড়ায় ৭, ১৪, ২১ ও ২৮শে জুন বন্ধ থাকবে সমস্ত ব্যাংক।

Recent Posts