Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holidays: দীপাবলিতে টানা চারদিন ব্যাংক থাকবে বন্ধ, গুরুত্বপূর্ণ কাজ শেষ করার এটাই ভালো সময়

দেশজুড়ে দীপাবলি উৎসবের প্রস্তুতি চলছে পুরো উৎসাহের সাথে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে দীপাবলি উদযাপিত হতে চলেছে। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভারতের সবাই ছুটি চান। দীপাবলিতে সবাই লম্বা…

Avatar

দেশজুড়ে দীপাবলি উৎসবের প্রস্তুতি চলছে পুরো উৎসাহের সাথে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে দীপাবলি উদযাপিত হতে চলেছে। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভারতের সবাই ছুটি চান। দীপাবলিতে সবাই লম্বা ছুটি যান যাতে পরিবারের সঙ্গে একটা সময় কাটানো যেতে পারে। দীপাবলিতার জমকালো উদযাপনের জন্য সারা ভারতে অত্যন্ত পরিচিত। শুধু দীপাবলি বললে ভুল হবে পশ্চিমবঙ্গে কালীপুজো এরকমভাবেই উদযাপিত হয়। সেই কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তারিখে ব্যাংক ছুটি থাকে এই সময়। দীপাবলিতে সারা দেশে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি দুই থেকে তিনদিন পর্যন্ত দীপাবলিতে ব্যাংক ছুটি থাকে ভারতের বিভিন্ন অঞ্চলে। প্রধান উৎসবের দিন, গোবর্ধন উৎসব এবং ভাইফোটার জন্য ছুটি থাকে ভারতের বিভিন্ন জায়গায় ব্যাংক।

ব্যাংকে দীপাবলীর ছুটি

উত্তর ভারতের ব্যাংকগুলি দীপাবলি এবং ভাই দুজের কারণে ছুটি থাকে। গুজরাটে এবং মহারাষ্ট্রের মতো পশ্চিম রাজ্যের ব্যাংক ধনতেরাস এবং গুজরাটি নববর্ষের মতো দিনে ছুটি থাকে। দক্ষিণ ভারতে দীপাবলীর ছুটি অত্যন্ত স্বল্প সময়ের জন্য। সাধারণত একদিন স্থায়ী হয় এই ছুটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কবে কবে থাকবে ব্যাংক বন্ধ?

দীপাবলির কারণে ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। এরপর এক নভেম্বর শুক্রবার গোবর্ধন পূজা হওয়ার কারণে আগরতলা বেলাপুর বেঙ্গালুরু, দেরাদুন গ্যাংটক ইম্ফল জম্মু মুম্বাই নাগপুর শিলং এবং শ্রীনগরে ব্যাংক ছুটি থাকবে। ২ নভেম্বর ভাইফোটার কারণে আহমেদাবাদ বেলাপুর ব্যাঙ্গালোর দেরাদুন গ্যাংটক জয়পুর কানপুর লখনৌ মুম্বাই এবং নাগপুরে ব্যাংক ছুটি থাকবে। পাশাপাশি এই দিন দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এর পরের দিন রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ পরপর চার দিন কিন্তু ব্যাংক বন্ধ থাকবে বেশ কিছু জায়গায়।

About Author