জ্যোতিষ

মাস শেষ হওয়ার আগেই পকেট খালি? টাকা বাঁচাতে এই কাজ করুন

Advertisement

Advertisement

প্রত্যেক ব্যক্তির নিজস্ব রাশি আছে এবং তার সময় ও অন্যান্য স্থিথির ওপর নির্ভর করে তার জীবন। রাশিফলের ষষ্ঠ ঘরটি মূলত অর্থ সঞ্চয়ের সাথে সম্পর্কিত এবং রাশিফলের একাদশ ঘর আয় নিয়ন্ত্রণ করে। অর্থের আয় ও ব্যয় বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই এখানে বুধের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর পাশাপাশি শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের অবস্থানও দেখতে হবে। তবেই আপনি আপনার সঞ্চয়ের হিসাব করতে পারবেন।

Advertisement

কখন ধন সঞ্চয় হয় না?
যখন কোনো ব্যাক্তির রাশিফলের বুধ কমজোর হয়ে যায় তখন সঞ্চয় হয় না। এর সাথেই শুক্রের বেশি প্রভাব পড়লে টাকা সঞ্চয় হয় না। ষষ্ঠ বাড়ির অধিপতির অবনতি এবং বায়ু উপাদানের দুর্বলতাও সঞ্চয়কে প্রভাবিত করে। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে টাকা সঠিক জায়গায় না রাখা এবং ভুল রূপে পান্না বা পোখরাজ ধারণ করলেও টাকার সঞ্চয় হয় না।

Advertisement

কখন টাকা সঞ্চয় হয়?
কুণ্ডলীতে বুধ বা বৃহস্পতি শক্তিশালী হলে অর্থ সাশ্রয় হয়। শনি ধনগৃহের কাছে থাকলেও ব্যাঙ্ক-ব্যালেন্স ভালো থাকে। জন্মকুণ্ডলীতে পৃথিবী উপাদানের প্রাধান্য থাকলেও অর্থ সাশ্রয় হয়। এ ছাড়া ঘরে রান্নাঘর ও নিরাপদ রাখা এবং অর্থের কিছু অংশ দান করলেও অর্থ সাশ্রয় হয়।

Advertisement

ধনের সঞ্চয় কি রূপে সম্ভব জেনে নিন :-
জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি পান্না বা পোখরাজ ধারণ করলে সঞ্চয় হয়। রান্না ঘর সর্বদা পরিষ্কার রাখতে হবে। ঘরের সকল আলমারির মুখ যেনো পূর্ব বা উত্তর দিকে থাকে তার খেয়াল রাখুন। হলুদ ক হুদ বস্ত্রে বেধে রান্না ঘরে রাখুন ও শনিবারে নির্ধন ব্যাক্তি কে পয়সা দান করুন। এই সকল উপায় অবলম্বন করলে আপনার সঞ্চয় হবে প্রচুর।

এই বিজ্ঞাপনের উদ্দেশ্য শুধু মাত্র আপনাদের তথ্য প্রদান করা। কিছু বিষদে জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। এই তথ্যের দায় ভার ভারতবার্তার নয়।