Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Banglar Bari Scheme: বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে সরকার, বদলে গেলো নিয়ম, সমস্যায় পড়ার আগে জেনে নিন

এবারে বাংলার প্রত্যেক মানুষকে বাড়ি বানাতে ১ লাখ ২০ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই সুবিধা পেতে গেলে বদলে গিয়েছে নিয়ম। সমস্যায় পড়ার আগেই সব কিছু জেনে নিতে…

Avatar

এবারে বাংলার প্রত্যেক মানুষকে বাড়ি বানাতে ১ লাখ ২০ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই সুবিধা পেতে গেলে বদলে গিয়েছে নিয়ম। সমস্যায় পড়ার আগেই সব কিছু জেনে নিতে হবে আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের কিছু বিশেষ বিষয় ইতিমধ্যেই সামনে এসেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

রাজ্য সরকারের এই প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেতে গেলে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আগে তেমন একটা কড়াকড়ি না থাকলেও সাম্প্রতিক অতীতে বেশ কিছু দুর্নীতির খবর সামনে আসার পর এই কড়াকড়ির পথে হেঁটেছে পশ্চিমবঙ্গ সরকার। পুজো মিটলেই অক্টোবর মাসের ২১ তারিখ থেকে রাজ্যজুড়ে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা শুরু হবে। তারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য সেটা খতিয়ে দেখা হবে এবং তারপর এই যোগ্য আবেদনকারীদের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা যাচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্পে মূলত তিনটি ধাপে টাকা দেওয়া হয়ে থাকে। প্রথমে আপনাকে দেওয়া হবে ৬০ হাজার টাকা এবং তারপর দেওয়া হবে ৪০ হাজার টাকা এবং সর্বশেষে ২০ হাজার টাকা দেবে সরকার। তবে দেখা গিয়েছে বেশকিছু উপভোক্তা এই প্রকল্পে টাকা পেলেও এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি। প্রায় ৩০ হাজার থেকে ৪০ হাজার বাড়ি এভাবেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। আর এই খবর সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছে সরকার। উপভোক্তাদের বাড়ির কাজ অসম্পূর্ণ করে রাখার প্রবণতা কমানোর জন্য, রাজ্য সরকারকে এবার থেকে একটি মুচলেখা দিতে হবে। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের, রাজ্য সরকারকে মুচলেখা দিয়ে জানাতে হবে, যে টাকা প্রদান করা হয়েছে সেই টাকা কেবলমাত্র বাড়ি তৈরির জন্যই ব্যবহার করা হবে। পঞ্চায়েত দপ্তর রেকর্ড করবে এই মুচলেখা। পরবর্তীতে যদি কোন ভাবে প্রশ্ন ওঠে, তাহলে এই নথি ব্যবহার করা যাবে।

About Author