Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে!

অরূপ মাহাত: আবারও বিস্ফোরণ বাংলায়। ভয়াবহ বিস্ফোরণের কবলে বীরভূম। কেঁপে উঠল তৃণমূল নেতার বাড়ি। আজ, শনিবার বিকেলের দিকে অনুব্রত মন্ডলের গড় বীরভূম জেলার কাঁকড়াতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় পঞ্চায়েত সদস্য…

Avatar

অরূপ মাহাত: আবারও বিস্ফোরণ বাংলায়। ভয়াবহ বিস্ফোরণের কবলে বীরভূম। কেঁপে উঠল তৃণমূল নেতার বাড়ি। আজ, শনিবার বিকেলের দিকে অনুব্রত মন্ডলের গড় বীরভূম জেলার কাঁকড়াতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের নেতা মহিবুল শেখের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক গন্ডগোল সৃষ্টি করার উদ্দেশ্যে বোমা-বারুদ মজুত করা হচ্ছিল ওই বাড়িতে। পুলিশ তদন্ত শুরু করেছে, ঘটনায় কাদের মদত রয়েছে খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিযুক্ত মহিবুল শেখ এর আগেও একাধিক অপরাধের সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে খবর। পুরানো একটি মামলায় কয়েকদিন আগে জামিন পায় সে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছে বিরোধীরা। মুখ খোলেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ২০২১-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত শক্তি বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে প্রচণ্ড চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ভোট কুশলী প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে চলছে ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজ। এরই মাঝে ভয়াবহ বিস্ফোরণে স্থানীয় তৃণমূল নেতার নাম জড়ানোই বেশ অস্বস্তিতে রাজ্য প্রশাসন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author