Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেটে গেছে ১৬ বছর, ‘বালিকা বধূ’ খ্যাত আভিকা গোরকে এখন চেনাই দায়, রইল নতুন ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, July 23, 2024 10:10 AM

হিন্দি ধারাবাহিক ‘বালিকা বধূ’-তে নাবালিকা আনন্দির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন অভিকা গোর। জোড়া ভুরু, মাথায় আঁচল, সাদা শাড়ি – এই সহজ সাজে অভিনয় করে তিনি রাতারাতি দর্শকদের মনে ঘর করে নিয়েছিলেন। শুধু হিন্দিভাষী দর্শকেরাই নয়, বাংলাভাষী সিরিয়ালপ্রেমীরাও ‘বালিকা বধূ’ দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু কিশোরী আনন্দি এখন আর নেই! সময়ের সাথে সাথে অভিকা অনেকটাই বড় হয়েছেন এবং তার রূপও পুরোপুরি বদলে গেছে।

‘আনন্দি‘ খ্যাত আভিকা গোরের পরিচয়

মাঝে কেটে গেছে ১৬ বছর। আনন্দি খ্যাত আভিকা গোরকে দেখলে আপনি চিনতেই পারবেন না। সময়ের সাথে সাথে তিনি অনেকটাই বদলে গেছেন। তবে, তার অভিনয় প্রতিভা এবং সৌন্দর্য আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ‘বালিকা বধূ’-র পর অভিকা আরও বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে, ‘বালিকা বধূ’-র মতো সাফল্য আর পাননি। বর্তমানে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করছেন। বর্তমানে তিনি বিবাহিত এবং এক সন্তানের মা। সম্প্রতি কোনো একটি অনুষ্ঠানে পাপ্পারাজিরা আভিকাকে ক্যামেরার লেন্সবন্দি করেন। আজকাল সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে।

‘আনন্দি‘-র নতুন ভাইরাল ভিডিও

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে আভিকা ডিজাইনার শাড়ি ও ব্লাউজ পরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। সে শাড়ির আঁচল সরু করে রেখেছেন ও ডীপনেক ব্লাউজ পরে ক্লিভেজ ফ্লান্ট করেছেন। পোজ দিয়ে মিষ্টি হেসে তিনি ছবি তুলেছেন এবং সকলেই তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে গেছেন। ভিডিও দেখে অনেকেই দাবি করেছেন যে তাঁরা ‘আনন্দি‘-কে চিনতেই পারছে না। এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। প্রায় ১.৫ লাখ মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। কেউ তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করে বলেছেন, ‘গর্জিয়াস‘ বা ‘বিউটিফুল‘। আবার অনেকে তাঁর খোলামেলা পোশাক পরার কায়দার নিন্দা করে বলেছেন, ‘ব্যাড ড্রেসিং‘। আপনিও এই রিল ভিডিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।