Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

CNG Bike: এটি হবে দেশের প্রথম সিএনজি মোটরসাইকেলের নাম, চলতি মাসেই লঞ্চ হবে

দেশের সবচেয়ে বড় বাইক কোম্পানি বাজাজ খুব শীঘ্রই এমন একটি বাইক লঞ্চ করতে যাচ্ছে যা কেউ ভাবেনি। বাজাজ অটো জুন মাসে তাদের এবং দেশের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে।…

Avatar

দেশের সবচেয়ে বড় বাইক কোম্পানি বাজাজ খুব শীঘ্রই এমন একটি বাইক লঞ্চ করতে যাচ্ছে যা কেউ ভাবেনি। বাজাজ অটো জুন মাসে তাদের এবং দেশের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। এই মোটরসাইকেলটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি ১০০ সিসি থেকে ১৬০ সিসি পর্যন্ত অনেক সেগমেন্টের চাহিদা মেটাতে পারে। এই বাইকের নাম নিয়ে এখনও সাসপেন্স রয়েছে।

এমন পরিস্থিতিতে বাজাজ এবার তাদের নতুন কয়েকটি মোটরসাইকেলের নাম ট্রেডমার্ক করেছে। এর মধ্যে রয়েছে বাজাজ ম্যারাথন, বাজাজ ফ্রিডম, বাজাজ গ্লাইডার এবং বাজাজ ট্র্যাকার। মনে করা হচ্ছে, এর মধ্যে কোনো একটি নাম সিএনজি মডেলের হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Bajaj bike

সিএনজি চালিত মোটরসাইকেলটির নাম হতে পারে ‘ম্যারাথন’। দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য ম্যারাথন ব্যবহার করা হয়। এই মোটরসাইকেলটি দুর্দান্ত মাইলেজ সহ আসবে। একটি দু’চাকার গাড়িতে যে সিএনজি কিট লাগানো হয়, তার সিলিন্ডারে প্রায় ১.২০ কেজি সিএনজি থাকে। যার কারণে এটি ১২০ কিলোমিটার মাইলেজ দেয়। এখন বাজাজ তার সিএনজি মোটরসাইকেলে কত কেজি ট্যাংক দেয় সেটা আকর্ষণীয় হবে।

বাজাজ ‘ট্র্যাকার’ হতে পারে একটি অ্যাডভেঞ্চার বাইক। এটি বাজাজ লাইন-আপের বিদ্যমান ২৫০ সিসি বা ৪০০ সিসি ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। প্রতিষ্ঠানটির লাইন-আপে কোনো অ্যাডভেঞ্চার বা অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল নেই। যদিও এই সেগমেন্টে এসব মোটরসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাজাজ তার পোর্টফোলিওতে ‘ক্লিনার ফুয়েল’ এর অংশ প্রসারিত করতে চায়। যার মধ্যে ইভি, ইথানল, এলপিজি এবং সিএনজির পুরো স্পেকট্রাম অন্তর্ভুক্ত রয়েছে। এটি প্রাথমিকভাবে বছরে প্রায় ১ থেকে ১.২০ লক্ষ সিএনজি বাইক উৎপাদন করবে।

About Author