ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bajaj Pulsar NS200 : প্রতিদিন চালানোর জন্য বাজাজ ভারতে লঞ্চ করল Pulsar NS 200, কম দামে ভালো মাইলেজ

ভারতের বাজারে বাজাজ কোম্পানির এই বাইকটি দারুন জনপ্রিয়তা পেয়েছে বিগত কয়েক বছরে

Advertisement

Advertisement

ভারতের মোটরসাইকেলের বাজারে বাজাজ পালসার NS200 ইতিমধ্যেই নিজের একটা দারুন পরিচয় তৈরি করে ফেলেছে। পাওয়ারফুল এবং ফিচার প্যাকড এই মোটরসাইকেল ভারতের বাজারে ইতিমধ্যেই নবীনদের মধ্যে বেশ জনপ্রিয়। ২০১২ সালে এই বাইকটি বাজারে লঞ্চ করেছিল বাজাজ। তারপর থেকেই এর আকর্ষনীয় স্টাইলিং এর জন্য ভারতীয়দের কাছে বেশ পছন্দের বাইক হয়ে থেকেছে বাজাজের এই বাইকটি। প্রতিদিনের চালানোর জন্যেও এই বাইকটি বেশ ভালো। আজ আমরা এই বাইকের ব্যাপারেই আপনাকে জানাতে চলেছি।

Advertisement

এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি পেশিবহুল এবং এগ্রেসিভ ডিজাইন এবং তার সাথেই আপনারা পেয়ে যাবেন ডায়নামিক হেডলাইট সিস্টেম। দুর্দান্ত এলইডি ডিআরএল সিস্টেমের সুবিধা আপনাদের জন্য দিয়েছে, বাজাজ কোম্পানির এই বাইকটি। এই বাইকের ফুয়েল ট্যাংকে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক ডিজাইন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, যা এই বাইককে আরো স্পোর্টি লুক দিতে চলেছে। সিটি এবং হাইওয়ের রাইডিং এর জন্য এই বাইকটি অসাধারণ হতে চলেছে।

Advertisement

বাজাজ কোম্পানির NS 200 পালসার বাইক আপনারা পেয়ে যাবেন ১৯৯.৫ সিসি ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনটি ২৩.১PS শক্তি উৎপন্ন করতে পারে এবং ১৮.৩ NM টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকের ডিজাইন, বাইকটিকে শহরের ট্রাফিক এবং হাইওয়েতে চালাতে সুবিধা দিয়ে থাকে। এই বাইকে আপনারা ফুয়েল এফিসিয়েন্সি এবং পারফরম্যান্সের একটা দুর্দান্ত ব্যালেন্স পেয়ে যাবেন। প্রত্যেকদিনের চালানোর জন্য এই বাইকটি বেশ ভালো। মূলত এর ইঞ্জিনের জন্যই, NS200 এতটা বেশি জনপ্রিয় ভারতের বাজারে।

Advertisement

এছাড়াও এই বাইকে আপনারা এমন কিছু ফিচার পেয়ে যাবেন যা খুব দামি বাইকে আপনারা পেয়ে থাকেন। এই বাইকে রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই ধরনের সিস্টেমের ফলে আপনার রাইডিং এক্সপেরিয়েন্স খুব ভালো হবে। সাধারণ একটি বাইকের তুলনায় এই বাইকে আপনারা বেশি ভালো রাইডিং এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। স্পিড থেকে শুরু করে ফুয়েল গেজ, সবদিক থেকেই এই বাইকটি বেশ আধুনিক। এছাড়াও এই বাইকে রয়েছে সামনের দিকে এবং পিছনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন।

তবে এত কিছু ফিচার থাকা সত্ত্বেও, এই বাইকটি কিন্তু দামের দিক থেকে একেবারে মধ্যবিত্তের বাজেটের মধ্যেই। ভারতের সাধারণ মানুষের বাজেটের মধ্যেই এই বাইকটা লঞ্চ করা হয়েছে। বাজাজ কোম্পানি তরফ থেকে এই বাইকটিতে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে যার সস্তার মধ্যে ভারতের সাধারণ মানুষকে উন্নত রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে। তার সঙ্গেই আপনারা দুর্দান্ত কিছু কালার অপশন পেয়ে যাবেন। ফলে বাজারের বিষয়টা খেয়াল করলে, মার্কেটের ডিমান্ড অনুযায়ী, এই বাইকটি আপনার জন্য একেবারে সেরা।

Recent Posts