Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bajaj Freedom: ভারতীয় নিম্নবিত্তদের জন্য এই বাইক নিয়ে এলো বাজাজ, মাত্র ৩০ টাকায় চলে যেতে পারবেন অফিস

ভারতের অটোমোবাইল সেক্টর একটি বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যয়বহুল যানবাহনের পাশাপাশি, গাড়ি এবং বাইক উত্পাদনকারী সংস্থাগুলি সমাজের একেবারে নিম্ন বিত্তদের চাহিদা পূরণ করতে কম দামে এবং সাশ্রয়ী মূল্যে অনেক যানবাহন…

Avatar

ভারতের অটোমোবাইল সেক্টর একটি বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যয়বহুল যানবাহনের পাশাপাশি, গাড়ি এবং বাইক উত্পাদনকারী সংস্থাগুলি সমাজের একেবারে নিম্ন বিত্তদের চাহিদা পূরণ করতে কম দামে এবং সাশ্রয়ী মূল্যে অনেক যানবাহন নিয়ে আসছে। এমন পরিস্থিতিতে বিস্ময়কর কাজ করেছে ভারতের নিজস্ব একটি বাইক কোম্পানি। এটি বাজারে একটি ১২৫ সিসি বাইক লঞ্চ করেছে যা মাইলেজের দিক থেকে বিখ্যাত বাইক প্লাটিনার জনক। এখনো অবধি দেখতে গেলে বাজাজ প্লাটিনা হল ভারতের সবথেকে সাশ্রয়ী বাইক এবং সবথেকে কম দামে এই বাইক আপনারা কিনতে পারেন। তবে এবারের সেই জায়গা দখল করতে আসছে বাজাজ কোম্পানির অন্য একটি নতুন বাইক যার নাম রাখা হয়েছে বাজাজ ফ্রিডম। ১২৫ সিসি সেগমেন্টে এই বাইক কিন্তু ভারতের সবথেকে সস্তা বাইক হতে চলেছে। নিম্ন মধ্যবিত্তের কাছে এই বাইকটি খুবই জনপ্রিয়। এই বাইকটি আপনাকে খুবই সহজে ১০২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিয়ে দেবে। ফলে সব দিক থেকে দেখতে গেলে বাজাজ ফ্রিডম অত্যন্ত সাশ্রয়ী বাইক

সিএনজি বাইক হলো লঞ্চ

আসলে, এটি একটি সিএনজি কাম পেট্রোল বাইক। ভারতের বাজারে এই প্রথম কোনো কোম্পানি সিএনজি বাইক লঞ্চ করল। মজার ব্যাপার হল পেট্রোলের সাথে সাথে সিএনজিও লাগাতে পারেন আপনারা। এতে দুই কেজির একটি সিলিন্ডার দেওয়া হয়েছে। সিএনজিতে এই বাইকটির মাইলেজ ১০২ কিমি বলা হচ্ছে। এই অনুসারে দিল্লি-এনসিআরে সিএনজি প্রতি কেজি ৮০ টাকা। এইভাবে আপনার চলমান খরচ প্রতি কিলোমিটারে ৮০ পয়সারও কম হবে। আপনার অফিস যদি ২০ কিমি দূরে হয় তাহলে আপনি এই বাইকটি দিয়ে প্রতিদিন মাত্র ৩২ টাকায় অফিস যেতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

থাকছে আকর্ষণীয় ডিজাইন এবং ফিচার

ভারতীয় বাজারে সস্তা যে সমস্ত বাইক আছে সেই বাইকে কিন্তু খুব একটা ভালো ডিজাইন দেওয়া হয় না। তবে বাজাজ কোম্পানির এই নতুন বাইকে কিন্তু আপনারা ভালো ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং তার সাথেই পেয়ে যাচ্ছেন একটা দুর্দান্ত ইঞ্জিন। আগেই বলেছি এই বাইকের ইঞ্জিন ১২৫ সিসি। এটি দেখতে খুবই আকর্ষণীয় হবে এবং এই বাইকের কার্ব ওয়েট অনেক বেশি। অর্থাৎ সাধারনের থেকে বেশি ভারি হবে এই বাইক। কোম্পানি এই বাইকটি নিয়ে দারুণ প্রচার শুরু করেছে এবং কোম্পানি জানিয়েছে এই বাইকের সব থেকে বড় ইউএসপি হল এর মাইলেজ। সস্তার মধ্যে এই বাইক যদি আপনি কিনতে চান তাহলে এটাই হলো আপনার জন্য সবথেকে সেরা সময়।

About Author