ফের ইলেকট্রিক সেগমেন্টে ঝড় তুললো বাজাজ। নিজেদের সর্বাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে আলোড়ন ফেলে দিল সংস্থাটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারটি ভারতের বাজারে Chetak Blue 3202 নামে লঞ্চ করা হয়েছে। যার দুর্দান্ত মাইলেজ এবং অবিশ্বাস্য ফির্চাস গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে বলেও অনুমান করছেন গাড়ি নির্মাণ সংস্থার কর্মকর্তারা।
আমরা আপনাদের বলি, ইতিপূর্বে বাজাজ নিজেদের Chetak মডেলের একাধিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে। যেগুলি সফলভাবে ব্যবসা করতেও সক্ষম হয়েছে। তবে Chetak-এর চেয়েও অধিক ফির্চাস সংযুক্ত করা হয়েছে বাজাজের নতুন এই ইলেকট্রিক স্কুটারে। যা গ্রাহকদের একটি প্রিমিয়াম রাইড উপহার দেবে বলেও মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা।
যদি Chetak Blue 3202 ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সম্পর্কে বলি, তবে এতে 3.2 kWh-এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 137 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। যা আগের মডেলের তুলনায় অধিক এবং সর্বোচ্চ 73 কিলোমিটার গতিতে চালানো যাবে বাজাজের এই নতুন ইলেকট্রিক স্কুটার।
আপনারা চাইলে Chetak Blue 3202 ইলেকট্রিক স্কুটারটি ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট, ইন্ডিগো মেটালিক এবং ম্যাট কোর্স গ্রে সহ চারটি রঙের বিকল্পে কিনতে পারবেন। আমরা আপনাদের বলি, নতুন এই ইলেকট্রিক স্কুটারের এক্স শো-রুম মূল্য রাখা হয়েছে 1.15 লাখ টাকা। আপনি চাইলে মাত্র 2 হাজার টাকা টোকেন মানি দিয়ে অগ্রিম বুকিং করতে পারেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside