Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আদো আদো গলায় ‘টুম্পা সোনা’ গাইল এই খুদে, ফেসবুকে ভাইরাল ভিডিও

Updated :  Sunday, January 10, 2021 10:30 AM

‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা’ এই গানটা কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমজনতা থেকে সেলিব্রেটি কেউ বোধ হয় বাকি নেই যারা এই গানে নিজেদের নৃত্যশৈলী দেখায়নি। আর এবার সেই তালিকায় নাম লেখাল এক খুদে। তবে সে এই বহুচর্চিত গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। উল্টে এই বহুচর্চিত গানটিকে নিজের আদো আদো গলায় গেযেছে।

খুদে ছেলেটি হয়তো নিজেও জানে না যে, সে কোন ভাষা বা কোন কোন শব্দ বলছে। অবুঝের মত মনের আনন্দে আদো আদো গলায় এই ‘টুম্পা সোনা’ গানটি গেয়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছে সে। শীতের সকালে পরনে ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট এবং মাথায় টুপি দিয়ে কপালে বড় করে কাজলের টিপ একে বাবা-মাযের করা ভিডিওতে বসে বসে খুদে ছেলেটি গান গেয়েছে ‘টুম্পা সোনা, দুটি হাম্পি দেনা, আমি মাইরি বলছি, আর খৈনি খাব না।’

এই শব্দগুলো নিঃসন্দেহে খুদেটি র গলায় পরিষ্কার স্পষ্টভাবে বোঝা না গেলেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্র যেভাবে ভাইরাল হয়েছে, তাতে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে সে। কারণ, এর আগে এমন কোনও খুদেকে এই বহুচর্চিত গান গাইতে দেখা যায়নি। তাই নেট দুনিয়ায় কার্যত ঝড় তুলেছে এই অনামী খুদে ছেলেটি।