Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

মুখ্যমন্ত্রীর পাড়াতে প্রচারে বাধা বাবুল সুপ্রিয়কে, পাল্টা #TMChhi কে কটাক্ষ বাবুলের

গুন্ডামি ও গন্ডগোল পাকানো #TMChhi এর চরিত্র

Advertisement
Advertisement

বাংলায় একুশে নির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা তাদের বিধানসভা কেন্দ্রে পূর্ণউদ্যমে দলের হয়ে প্রচারে নেমেছে। ঠিক তেমনভাবেই বিজেপির টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রচার করতে কলকাতায় এসে পৌঁছেছেন। তবে নির্বাচনী প্রচার করতে বেরিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভবানীপুর এলাকায় তৃণমূল যুবদলের রোষের মুখে পড়তে হয় বাবুল সুপ্রিয়কে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতে পৌঁছাতেই তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনায় উত্তর কলকাতা তৃণমূল যুব সেক্রেটারি ওয়াসিম আহমেদের দিকে অভিযোগের আঙুল তোলেন বাবুল সুপ্রিয়।

Advertisement
Advertisement

বাবুল সুপ্রিয় আজ শুক্রবার অভিযোগ জানিয়েছেন, “গতকাল রাতে প্রচার করতে বেরিয়ে চা খাওয়ার জন্য বলবনতজির ধাবায় যাই। সেখানে গাড়ি থেকে নামার সময় আমাকে তৃণমূল যুব সদস্যরা ঘিরে ধরে। সেখানে তৃণমূল যুব সেক্রেটারি ওয়াসিম আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন গাড়ি থেকে শ্লোগান দেয়।” এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাবুল সুপ্রিয়। তিনি সরাসরি ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়ে দিয়ে দলের তীব্র সমালোচনা করেছেন।

Advertisement

বাবুল সুপ্রিয় ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেছেন, “রাজ্যে অরাজকতা চলছে। গতকালের ঘটনা প্রমাণ করে দিয়েছে তৃণমূল গুন্ডামির রাজনীতি করে। গুন্ডামি করা ও গন্ডগোল পাকানো হলো #TMChhi এর আসল চরিত্র। এই দলে শান্তিপূর্ণ নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সামান্য সৌজন্যবোধ নেই।” সেই সাথে তিনি বলেছেন, “তৃণমূলের সব ভন্ডামি ও গুন্ডামি ২ মে শেষ হয়ে যাবে। বাংলায় আর খেলা হবে না। হবে বিকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। জেলায় জেলায় হবে পরিবর্তন। সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button