নিউজপলিটিক্সরাজ্য

রাজনীতি ত্যাগ করেছেন আগেই, এবারে সাংসদ পদ ত্যাগ নিয়ে বড় ঘোষণা বাবুল সুপ্রিয়র

বাবুল সুপ্রিয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিলেন তিনি সাংসদ থাকছেন আগামী ২০২৪ পর্যন্ত। তবে তিনি সরকারি বাংলো এবং নিরাপত্তা ছাড়ছেন

Advertisement
Advertisement

রাজনীতি ছাড়লেও এখনো পর্যন্ত সাংসদ পদ ছাড়বেন না বাবুল সুপ্রিয়। ঘোষণা করে দিলেন আসানসোলের সাংসদ। মূলত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ রক্ষার জন্যই বাবুল সুপ্রিয়র এই কাজ। তবে রাজনীতিতে যে তিনি আর থাকবে না সেটা এদিন সর্বসমক্ষে জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয়। বাবুল বললেন, “রাজনীতিক বাবুলকে আর আপনারা দেখতে পাবেন না। আমি আসানসোলের সংসদ হিসেবে কাজ করে যাব। আসানসোলবাসির প্রতি দায়িত্ব পালন করব আমি। কিন্তু আমাকে রাজনীতিতে আর পাবেন না। ”

Advertisement
Advertisement

বাবুল সুপ্রিয় বললেন, “আমি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত অনেকদিন আগে নিয়েছিলাম। আমি সেই সিদ্ধান্ত থেকে সরে আসছি না। কোন রাজনৈতিক কর্মসূচিতে আমাকে আর দেখতে পাওয়া যাবে না। আমি চেয়েছিলাম যাতে সাংসদ পদ ত্যাগ করে দিই আমি। কিন্তু অমিতজি এবং নাড্ডাজি আমাকে বারবার অনুরোধ করেছেন, সেই সিদ্ধান্ত বদল করার জন্য। তারা আমাকে অনুরোধ করেছেন যেন আমি সাংসদ পদ না ছাড়ি। তাই তাদের অনুরোধ রক্ষার জন্য আমি আসানসোলের সংসদ হিসেবে থাকবো।”

Advertisement

বাবুল আরো যোগ করলেন, “আমি আসানসোলে যাব। সাংসদ তহবিল যাতে ঠিকঠাকভাবে খরচ করা হয় সেটা দেখব। উপনির্বাচন করতে বিশাল খরচ হয়। আসানসোল থেকে যে বার্তা পেয়েছি তাতে দেখতে পাচ্ছি আমার সাংসদ পদ ছেড়ে দেওয়াটা চাইছেন না অনেকেই। কিন্তু আমি সরকারি বাংলো এবং কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেবো। যেহেতু আসানসোলবাসী আমাকে মনে রেখেছেন তাই তাদের অনুরোধ রক্ষার জন্য আমি আসানসোলে সাংসদ থাকছি। আমার কোনো বিকল্প আয় নেই। তাই আমি সাংসদ হিসেবে বেতন গ্রহণ করব। আমি দিল্লির বাংলো এবং সিআরপিএফ ছেড়ে দেবো।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button