একসময় প্রতিদিন সন্ধ্যায় ঘরে ঘরে শোনা যেত ‘ছোটি সি উমর’ গানটি। এই গানটি ছিল কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধু’-র টাইটেল সঙ। ‘বালিকা বধু’-র চরিত্রে ছোট আনন্দীর ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেত্রী অভিকা গর(Avika gor)। সেই ছোট্ট আনন্দী আজ আর ছোট্টটি নেই। তিনি এখন রীতিমত সুন্দরী টিনএজার। সম্প্রতি অভিকা নিজের বেশ কয়েকটি বোল্ড ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে তার মধ্যে একটি ছবিতে অভিকাকে দেখা যাচ্ছে বিকিনি পরে সুইমিং পুলের ধারে শুয়ে সানবাথ নিতে। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার সঙ্গেই অনেকে অভিকার বিকিনি লুক মেনে নিতে পারেননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রকৃতপক্ষে সকলের চোখে এখনও ভেসে ওঠে অভিকা অভিনীত চরিত্র ‘আনন্দী’-র নিষ্পাপ চেহারা। আনন্দীর বড় হয়ে যাওয়া এবং তাঁর বোল্ড লুক অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে। তাঁদের চোখে অভিকা এখনও সেই ছোট আনন্দী রয়েছেন। একই ঘটনা ঘটেছে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মা’-তে ‘ঝিলিক’-এর ভূমিকায় অভিনয় করা তিথি বসু( Tithi bose)-এর সাথেও। ঝিলিকের ভূমিকায় অভিনয় করার সময় তিথিও শিশুশিল্পী ছিলেন। কিন্তু আজ তিথিও একজন টিনএজার। তিনিও ইন্সটাগ্রামে বোল্ড ছবি শেয়ার করেন। যথারীতি নেটিজেনদের মনে ঝিলিকের ছোটবেলার চেহারা জায়গা করে নেওয়ার কারণে তিথির ছবিগুলিও নেটিজেনদের পছন্দ হয় না।
2008 সালে কালার্স চ্যানেলের সর্বকালীন সেরা ধারাবাহিক ‘বালিকা বধু’-তে ছোট্ট আনন্দীর চরিত্রে অভিকার দক্ষ অভিনয় সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। রাজস্থানের প্রেক্ষাপটে এক বালিকার বিয়ে, তার বিবাহ-পরবর্তী জীবন নিয়ে তৈরী হয়েছিল এই ধারাবাহিক। পরবর্তীকালে আঠারো বছর বয়সী আনন্দীর চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প প্রত্যুষা ব্যানার্জি (Pratyusha Banerjee )। ‘বালিকা বধু’ ছাড়াও কালার্স চ্যানেলের অপর একটি ধারাবাহিক ‘শ্বশুরাল সিমর কা’-য় ‘রোলি’ চরিত্রে অভিনয় করেছেন অভিকা।