Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘বিজেপি এবার সরকার গড়বে’, ফাঁস হল তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোরের অডিও ক্লিপ

প্রশান্ত কিশোরের অডিও ক্লিপ টুইট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য

×
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে। এবারের বিধানসভা নির্বাচন অন্যান্য বছরের মতো নয়। এবছর নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই বঙ্গবাসীর মনে। এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞরা ঠাহর করতে পারছেনা কোন রাজনৈতিক দলের মাথায় এবার বিজয়ের মুকুট আসবে। তবে এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের একটি অডিও ক্লিপ নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে যেখানে তিনি বলেছেন বাংলায় আসতে চলেছে বিজেপি সরকার। আসলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি অডিও টুইট করেছেন যেখানে প্রশান্ত কিশোর দিল্লির সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলার সময় বলেছেন, “বাংলায় মমতার মত জনপ্রিয় মোদি। সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা বলেছেন, বিজেপি সরকার গড়তে চলেছে বাংলায়। বামেরাও বিজেপিকে ভোট দিচ্ছে।”

Advertisements
Advertisement

প্রশান্ত কিশোরের অডিও রেকর্ড নেট দুনিয়াতে প্রকাশ পেতেই বঙ্গ রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তিনি সেই অডিও ক্লিপে আরো বলেছেন, “মোদীর নামে ভোট হচ্ছে। হিন্দুরা ভোট দিচ্ছে বিজেপিকে। ভোটের মেরুকরণ, মোদি, হিন্দিভাষী ইত্যাদি বিষয় ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু গেছে না এসেছে তাতে ভোটে কোন প্রভাব পড়ছে না। প্রভাব পড়ছে মোদির জনপ্রিয়তা। হিন্দিভাষী ভোট আছে প্রায় ১ কোটির বেশি। এছাড়াও দলিতের ২৭ শতাংশ। সবই মোদি ফেভারে চলে গেছে।” এছাড়াও মতুয়া ভোট প্রসঙ্গে প্রশান্ত কিশোরের অডিওতে শোনা গিয়েছে, “৭৫ শতাংশ মতুয়া এবার বিজেপিকে ভোট দিচ্ছে। ২৫ শতাংশ পাবে তৃণমূল। এমনকি ১০ থেকে ১৫ শতাংশ সিপিএম ভোটার বিজেপিকে ভোট দিচ্ছে। হিসেব করলে বিজেপি ক্ষমতায় আসছে।”

Advertisements

Advertisements
Advertisement

এছাড়াও প্রশান্ত কিশোরের দিন মেনে নিয়েছেন এই সংখ্যালঘু তোষণ বাংলায় মেরুকরণ করেছে। তিনি বলেছেন, তৃণমূল ছাড়াও বাম কংগ্রেসের সংখ্যালঘু তোষণের জন্য দায়ী। গত ২০ বছর ধরে বাংলায় চলেছে সংখ্যালঘু তোষণ। রাজনীতি চলে একটাই থিওরিতে। মুসলিম ভোট যাদের সরকার তাদের। এটাই ছিল দিদির রাজনৈতিক কৌশল। মুসলিম ভোট পাওয়ার কৌশল করেছে সকলেই। এই প্রথমবার বিজেপি এসে হিন্দুদের ভাবিয়েছে যে তাদের ভোটে গুরুত্ব আছে। তাই সেই ফ্যাক্টর কাজে লাগাচ্ছে বিজেপি। সংখ্যালঘু রাজনীতি ছেড়ে হিন্দুদের মানিয়ে নিয়ে চলছে বিজেপি। আর যার সুফল তারা পাবেই।

এছাড়াও অডিও ক্লিপে প্রশান্ত কিশোরকে বারংবার মোদির প্রশংসা করতে দেখা গিয়েছে। তিনি বলেছেন, “বাংলায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার কোন জায়গা নেই। মিনি গোটা দেশে কিংবদন্তি হয়ে উঠেছে। অনেকেই মোদির মধ্যে ভগবান দেখতে পায়। তাই হিন্দিভাষীরা চোখ বন্ধ করে মোদিকে সমর্থন করে। মোদি ও মমতা বাংলায় একইভাবে জনপ্রিয়। এছাড়া বাংলার মানুষের আগে কখনো বিজেপি সরকার দেখেনি। তাই তারা ভাবছে একবার বিজেপি সরকারের উন্নয়ন দেখে নেয়া যাক। আসলে ব্যাপারটা লাড্ডুর মতো। খেতে ভালো লাগলে পরে আবারো ব্যবহার করা যাবে বলে মনে করছে বাংলার মানুষ।” তবে অমিত মালব্যর টুইটে পোস্ট করা অডিও ক্লিপ আদেও প্রশান্ত কিশোরের গলা নাকি তা যাচাই করেনি ভারত বার্তা টিম।

Related Articles

Back to top button