Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dhulokona: বিয়ের দৃশ্যে বিরক্তি দর্শকমহলে, ভাই-বোনের বিয়ে দেখিয়ে নোংরামির সীমা ছাড়ালেন লীনা গাঙ্গুলী

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা। শুরু থেকেই দর্শকমহলের নজর কেড়েছিল লালন ফুলঝুরি জুটি। তবে চিত্রনাট্যের সূত্র ধরেই ইতিমধ্যেই পাঁচবারের অধিক বিয়ের পিঁড়িতে বসে পড়েছে লালন। আর এবার সব সীমা…

Avatar

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা। শুরু থেকেই দর্শকমহলের নজর কেড়েছিল লালন ফুলঝুরি জুটি। তবে চিত্রনাট্যের সূত্র ধরেই ইতিমধ্যেই পাঁচবারের অধিক বিয়ের পিঁড়িতে বসে পড়েছে লালন। আর এবার সব সীমা ছাড়িয়ে গেল ধারাবাহিকের চিত্রনাট্য। বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছে ভাই-বোনকে, আর সেই দৃশ্যই এই মুহূর্তে দর্শকমহলে এক তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। বলাই বাহুল্য, এই দৃশ্য রীতিমত বিরক্তি এনেছে দর্শকদের মনে। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য তুমুল সমালোচিত দর্শকদের মাঝে।

এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী নিজের স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে লালন। আর তার স্মৃতি ফেরানোর তাগিদেই তিথিরের সাথে একই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হল লালনকে। অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প অনুযায়ী, তিতিরের সাথে লালনের বিয়ে হলে তারা ভাই-বোন থেকে হয়ে যাবে স্বামী-স্ত্রী। আর এই দৃশ্য টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার পরেই তুমুল চটে গিয়েছেন দর্শকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে ধারাবাহিকে ফুলঝুরিকে সামনে রেখেই তিতিরের সাথে বিয়ে দেওয়া হচ্ছে লালনের। সেখানে উপস্থিত ধারাবাহিকের সমস্ত কলাকুশলিরাই। ফুলঝুরিকে একেবারে কনের সাজে বেনারসি পরিয়ে সাজিয়ে নিয়ে আসা হয়েছে লালনের সামনে, যাতে ঐ বিয়ের আসরেই লালনের স্মৃতি ফিরে আসে। আর তারপর আবারো তাদের চার হাত এক করে দেওয়া হবে ধারাবাহিকের গল্প অনুসারে। এই মুহূর্তে বিরক্তি সাথে নিয়েই দর্শকরা রীতিমতো একাধিক কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়কে।

কারোর কথায় এটি কোন সিরিয়ালই নয়। আবার কেউ লেখিকার এই চিত্রনাট্যের প্রতি ধিক্কার জানিয়েছেন। আবার কেউ লালনের সাথে তিতিরের বিয়ে পর্দায় দেখানো উচিৎ নয় বলেই জানিয়েছেন। বলাই বাহুল্য, এই মুহূর্তে দর্শকমহলে লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দর্শকমহলের একাংশও তো এই ধারাবাহিক বন্ধেরও ডাক দিয়েছেন।

About Author