Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একই সময় দুটি ট্রেন, হুড়োহুড়িতে ওভারব্রিজে পদপিষ্ট যাত্রীরা

Updated :  Friday, November 8, 2019 7:38 PM

বর্ধমান : গত কয়েক বছরে বর্ধমান স্টেশন এর গুরুত্ব অনেক বেড়েছে আগের থেকে। বেশ জনপ্রিয়ও একটি স্টেশন। ফলে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে। প্রতিদিন বহু যাত্রীর যাতায়াত লেগে থাকে এই স্টেশনে। আর এই বর্ধমান স্টেশনে আজ ঘটলো এক বড় দুর্ঘটনা। এই ঘটনা ঘটে বিকাল সাড়ে তিনটা নাগাদ।

বর্ধমান স্টেশনে ৮ টি প্লাটফর্ম। তাই বহু মানুষ ফুট ব্রিজের মাধ্যমে যাতায়াত করে। সূত্র মারফত জানা গিয়েছে, ৪ এবং ৫ নং দুই প্লার্টফর্মে একসাথে ট্রেন চলে আসে। প্ল্যাটফর্মে পৌঁছানোর ওভারব্রিজের দুটি সিঁড়ির একটি বন্ধ। কেউ ট্রেন ধরার জন্য, আবার কেউ স্টেশন থেকে বেরোনার জন্য কয়েকশো মানুষ ওভারব্রিজ ব্যাবহার করে। আর এর ফলে হুড়োহুড়িতে প্যাল্টফর্মে ওপর থেকে নিচে পড়ে গেলেন বহুযাত্রী।

এখনও অবদি জানা গিয়েছে প্রায় ১৪ জন মত আহত হয়েছেন এই ঘটনায়। আহত ব্যাক্তিদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।