Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বনের রাজা ভয় পাচ্ছে রানীকে, সিংহীর গর্জনে লেজ গুটিয়ে পালালো পশুরাজ, দেখুন ভিডিও

এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল এক মজার দৃশ্য। যা দেখে অবাক নেটিজেনরা। কি সেই দৃশ্য? সোশ্যাল মিডিয়াতে হামেশাই নানা পশুপাখির মজাদার কাহিনী ভাইরাল হয়। আবার পশুরাজ সিংহের নানা অবাক করা…

Avatar

এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল এক মজার দৃশ্য। যা দেখে অবাক নেটিজেনরা। কি সেই দৃশ্য? সোশ্যাল মিডিয়াতে হামেশাই নানা পশুপাখির মজাদার কাহিনী ভাইরাল হয়। আবার পশুরাজ সিংহের নানা অবাক করা কাণ্ডের ভিডিও ভাইরাল হয়। এবারে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে সিংহের সাথে সিংহীর লড়াই। হ্যাঁ, একদম ঠিক পড়ছেন।

পশুরাজ সিংহের সাথে লড়াই হচ্ছে জঙ্গলের রানী সিংহীর। আর এই সিংহীর গর্জনে রীতিমত ভয় পাচ্ছে বনের রাজা। আর ভয়ে সিংহ মশাই লেজ গুটিয়ে পালিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এটি গুজরাটের গির অরণ্যের বলেই মনে হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে একটি সাফারি জিপ দাঁড়িয়ে আছে। সেখানে পর্যটকরা এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপযোগ করছেন। এই ভিডিওটি ২৬ জুলাই শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ২ লক্ষাধিক মানুষ এই ভিডিও দেখেছেন। ৯ হাজারেরও বেশি লাইক পড়েছে এই ভিডিওতে এবং ২ হাজারের বেশিবার রিটুইট করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটি শেয়ার করেছে ওয়াইল্ড ইন্ডিয়া আর ক্যাপশনে লেখা আছে, “গির অরণ্যে তোলা হয়েছে এই ভিডিও। অবশ্যই হেডফোন লাগিয়ে শুনুন।” ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে সিংহী বসে আছে। আর যেই না পশুরাজ কাছে এসেছে। অমনি সিংহী রেগে আগুন। জোর গর্জন করছে। এই গর্জনের ভয়ে ঘাবড়ে গিয়ে লেজ গুটিয়ে পালিয়েছে পশুরাজ।

দেখুন সেই ভিডিও –

About Author