Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরিশ্রম করেও সফল হতে পারছেন না, তাহলে এই সবুজ এলাচের কৌশলগুলি অনুসরণ করে দেখুন

Updated :  Thursday, September 29, 2022 8:57 AM

আমাদের জিবনে প্রতিদিন নতুন কিছু ঘটতে থেকে। কখন ভাল কিসু ঘটে আবার কখনো খারাপ। অনেক সময় খুব পরিশ্রমের পরও মন মত ফল পাওয়া যায় না আবার কখনো অল্প খাতুনিতেই অনেক ফল মেলে।

জ্যোতিষ শাস্ত্র আমাদের ভাগ্য বিচার করতে পারে আমাদের গ্রহের দশার পরীক্ষা করে। গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিটি মানুষকে প্রভাবিত করে। জ্যোতিষ শাস্ত্রের কিছু প্রতিকার গ্রহদের শান্ত ও শক্তিশালী করে। জ্যোতিষ শাস্ত্র ছোট এলাচের অনেক ব্যাবহারের উধাহরন আসে। এই ছোট এলাচ শুধু খাবারে স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, এর সঙ্গে যুক্ত জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারও বিশেষ উপকার করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সবুজ এলাচের কিছু নিশ্চিত প্রতিকার ঘরের দারিদ্রতা দূর করতে কাজ করে। এই কৌশলগুলি কাজে আসা বাধাগুলিও দূর করে। আসুন জেনে নিই ছোট এলাচ সম্পর্কিত এই বিশেষ কৌশল ও প্রতিকার সম্পর্কে।

১) সবুজ এলাচের যে কৌশলে আপনি ভাগ্য ফেরাবেন:-

যদি আপনার কোনো কাজে প্রচুর বাঁধা পড়ছে তাহলে এক পাত্র জলে দুটি এলাচ রেখে ফুটিয়ে নিন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে একটি বালতিতে নিয়ে এই জল দিয়ে স্নান করুন। স্নান করার সময় ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী মন্ত্র জপ করুন। এলাচের এই বিশেষ কৌশলগুলি শুক্রকে শক্তিশালী করে এবং কাজে সাফল্য এনে দেয়।

২) আপনি যদি সম্প্রতি কোনো ধরনের আর্থিক সংকটে ভুগছেন বা আপনার হাতে টাকা একদমই থাকছে না, তাহলে আপনার পার্সে ৫টি সবুজ এলাচ রাখুন। এতে আয় বাড়ে এবং ব্যয় কমে। এর পাশাপাশি কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু মুদ্রা দান করে তার সঙ্গে সবুজ এলাচ খাওয়ালে দারিদ্র্যতা দূর হয়ে যায়।

৩) বহুদিন ধরে আপনার মনের বাসনা পূর্ণ হচ্ছে না। তবে বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে পাঁচটি ছোট সবুজ এলাচ বেঁধে কোনো গরীবকে দান করুন। অন্তত পাঁচটি বৃহস্পতিবার এই প্রতিকার করলে কাঙ্খিত বর পাওয়া যায়। এতে আপনার বাঁধা পড়া কাজও সহজেই হয়ে যাবে।

৪) শিক্ষার ক্ষেত্রে প্রতি বছর বাধা পড়ছে উত্তীর্ণ হওয়ায় তবে এর প্রতিকার দিয়েছেন জ্যোতিষ শাস্ত্রে। জ্যোতিষী রা বলেন একটি বাদাম পাতায় পাঁচটি মিষ্টি ও দুটি এলাচ রেখে পিপল গাছের নিচে রাখুন। বাড়ি ফিরার সময় উল্টে বা ঘুরে তাকাবেন না সোজা বাড়ি যাবেন। এতে করে শিক্ষায় সফলতা পাবেন আপনি ও জীবনে সফল্যতাও পাবে তুমি।

৫) চাকরিতে উন্নতি বা ব্যবসায় সাফল্যের জন্য সবুজ কাপড়ে এলাচ বেঁধে রাতে বালিশের নিচে রেখে ঘুমান। সকালে এটি একজন বহিরাগতকে খাওয়ান। এতে করে আপনি শীঘ্রই সফল্যতা পাবেন।

এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ভারত বার্তা যে কোনো ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।