Categories: দেশনিউজ

হায়দরাবাদে পুরভোটের আগে প্রধানমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ আসাউদ্দিন ওয়াইসির

Advertisement

Advertisement

হায়দরাবাদ: করোনা পরিস্থিতির মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। কিন্তু তার আগেই হায়দারাবাদে রয়েছে পুর নির্বাচন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, প্রয়োজন হলে হায়দরাবাদের পুর নির্বাচনে প্রধানমন্ত্রী আসুক। তারপর দেখা যাবে কতটা আসন জিততে পারে বিজেপি। এভাবেই কার্যত ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ওয়াইসি।

Advertisement

আগামী ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন রয়েছে৷ জোরকদমে তার প্রচারে নেমেছেন ওয়াইসি৷ নিজের ঘরে পুর নির্বাচন হওয়ার আগে ইতিমধ্যেই বিহার নির্বাচনে পাঁচটি আসনে জয়ের পর আত্মবিশ্বাসে কার্যত টগবগ করে ফুটছেন তিনি। তাই নিজের খাসতালুকে পুরভোটে আরও উজ্জীবিত হয়ে শেষ মুহূর্তের প্রচারে নেমে পড়েছেন তিনি। আর নেমেই প্রধানমন্ত্রীকে কার্যত ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ওয়াইসি।

Advertisement

চ্যালেঞ্জ করে ওয়াইসি বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই পুরনো শহরে প্রচারে নিয়ে আসুন৷ আমরাও দেখি কী হয়? নরেন্দ্র মোদির সভার আয়োজন করে দেখুন, বিজেপি কটা আসন পায়৷’ এভাবেই কার্যত বিজেপিকে নিশানা করে হুমকি দিয়েছেন ওয়াইসি।

Advertisement

এদিকে পুরসভা নির্বাচন হলেও হায়দরবাদে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির৷ বিজেপি-র রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় এবং বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য প্রচারে গিয়ে অভিযোগ করেছেন, পুরোন হায়দরাবাদ শহর অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে৷ এমনকি তাদের ভোটার তালিকায় নাম আছে বলেও ওয়াইসির দিকে আঙুল তোলা হয়। আর তারপরেই প্রচারে নেমে প্রধানমন্ত্রীকে এ হেন চ্যালেঞ্জ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Recent Posts