Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাপ্পারাজিদের লেন্সবন্দী আরিয়ান খানের নতুন গার্লফ্রেন্ড, পরনে ওয়ানপিস বডিকন পোশাক, সবাই বললেন, ‘গর্জিয়াস!‘

Updated :  Wednesday, July 31, 2024 12:00 PM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই।

শাহরুখপুত্র আরিয়ান খান

এক কথায় বলা যেতে পারে বলিউড ইন্ডাস্ট্রিতে একতরফা প্রভাব রয়েছে শাহরুখ খানের। মাঝে মাঝে তিনি নিজের অভিনয় দক্ষতার কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে এসে থাকেন। তবে অতি সম্প্রতি শাহরুখ খান নিজের ছেলে আরিয়ান খানের জন্য সোশ্যাল মিডিয়াতে অধিক চর্চিত হচ্ছেন। তবে এটি মাদক মামলা নয়। জানিয়ে রাখা ভালো, কিং খানের ছেলে আরিয়ান খান কিছু মাস আগে প্রমোদতরীতে মাদকসহ ধরা পড়ে জেলের ঘানি টেনেছিলেন। তবে এখন আরিয়ান খান ছাড়া পেয়ে গেছেন। তবে নতুন এক কারণে ইন্টারনেটে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন আরিয়ান খান। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ভাইরাল ভিডিওর বিবরণ

জানা যাচ্ছে, সম্প্রতি শাহরুখপুত্র আরিয়ান খান নতুন সম্পর্কে জড়িয়েছেন। হ্যাঁ এমন কিছু নেই তোলপাড় গোটা ইন্টারনেট দুনিয়া। আসলে একজন যুবতী আরিয়ানের সম্ভাব্য গার্লফ্রেন্ড বলে মনে করছে ইন্টারনেট দুনিয়া। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লাবের সামনে পাপ্পারাজিদের নজরে আসেন এই যুবতী। ওই যুবতী একটি বডিকন শর্ট ওয়ানপিস ড্রেস পরেছিলেন। তাঁর এই বোল্ড লুক ব্যাপক পছন্দ করেছেন ইন্টারনেটবাসি। এই ভিডিও প্রায় ৪৩ হাজারের বেশি মানুষ লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, ‘প্রীটি কিউট‘। আবার কেউ কেউ বলেছেন, ‘গর্জিয়াস‘। ভাইরাল এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।