Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিসিকে শাহজাহানের মতো আটকে রেখেছে ভাইপো ঔরঙ্গজেব,তৃণমূলের দিকে তোপ সাংসদ অর্জুন সিং এর

হুগলীতে কিছুদিন আগের যুবক খুনের ঘটনা এইবার পৌঁছল রাজনৈতিক মহলে। এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন বিশাল দাস নামক এক ব্যক্তি। বিশালকে পালাতে সাহায্য করার অভিযোগে একে অপরের দিকে আঙুল তুলেছে…

Avatar

হুগলীতে কিছুদিন আগের যুবক খুনের ঘটনা এইবার পৌঁছল রাজনৈতিক মহলে। এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন বিশাল দাস নামক এক ব্যক্তি। বিশালকে পালাতে সাহায্য করার অভিযোগে একে অপরের দিকে আঙুল তুলেছে বিজেপি এবং তৃণমূল।

এইদিন বিশালের গ্রেফতারি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূল নেতা শওকত মোল্লা বলেন,”কোনো চক্রান্ত রয়েছে তৃণমূল প্রভাবিত এলাকায় দুষ্কৃতীদের লুকিয়ে রাখার পিছনে।” সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন তিনি। তিনি বলেন,” আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এর পিছনে কোনো বিজেপি নেতা যুক্ত আছেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর বিপক্ষে পালটা খোঁচা দিতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং কে। সাংসদ বলেন,”এটা তৃণমূলের ভাগবাটোয়ারা নিয়ে মারামারি ছাড়া আর কিছুই নয়। ভাগ নিয়ে চলছে পিসি-ভাইপোর মধ্যে অশান্তি।” তিনি আরও বলেন,” পিসিকে শাহজাহানের মতো আটকে রেখেছে ভাইপো ঔরঙ্গজেব”।

গত ১০ তারিখ চুঁচুড়ায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় বিষ্ণু মাল নামক এক যুবকের। সেই ঘটনায় বিশাল ছিলেন মূল অভিযুক্ত। জানা গিয়েছে যে এই ঘটনার পরে দক্ষিণ ২৪ পরগনায় লুকিয়ে ছিল বিশাল। কিন্তু মঙ্গলবার সে ধরা পরে স্থানীয়দের হাতে। স্থানীয়দের থেকে বাঁচতে গুলি চালায় বিশাল। সেই গুলিতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

About Author