Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রতিদিন আমার গায়ে হাত তোলেন অর্জুন কাপুর, খোলাখুলি মুখ খুললেন মালাইকা অ্যারোরা

বলিউড দুনিয়ায় মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে এখনকার দিনে কম কাটাছেঁড়া হয়না। এখনকার দিনে বলিউড দুনিয়ার সবথেকে টকড অ্যাবাউট কাপল হলেন এই দুজন। তবে আবারো এই কাপলকে নিয়ে…

Avatar

বলিউড দুনিয়ায় মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে এখনকার দিনে কম কাটাছেঁড়া হয়না। এখনকার দিনে বলিউড দুনিয়ার সবথেকে টকড অ্যাবাউট কাপল হলেন এই দুজন। তবে আবারো এই কাপলকে নিয়ে চলছে ব্যাপক চর্চা। শোনা যাচ্ছে তারা নাকি দুজনে নাকি দুজনের সঙ্গে ভালো নেই। শোনা যাচ্ছে নাকি অর্জুন কাপুর প্রতিদিন তার স্ত্রীর গায়ে হাত তোলেন। শুধু তাই নয়, তার এই অত্যাচারের মাত্রা নাকি প্রতিদিন বেড়েই চলেছে। আর এই নিয়েই এখন বলি দুনিয়া তোলপাড়। এই জুটি যেখানে ভারতের সবথেকে বেশি চর্চিত জুটি, সেখানে তারা কিভাবে এরকম করতে পারছেন সেটাই জানতে চাইছেন। তবে জানিয়ে রাখি, এর ভিতরে একটা রহস্য রয়েছে। চলুন তাহলে বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক।

বলিউড অভিনেত্রী মলাইকা আরোরা এবং অভিনেতা অর্জুন কপুরের সম্পর্ক নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হয়েছে। তাদের মধ্যে ঝগড়ার খবর প্রকাশ্যে আসছে। এবার মলাইকা নিজেই তাদের ঝগড়ার সত্যতা জানালেন। মলাইকা বলেন, “আমরা দুজনেই খুবই আবেগপ্রবণ মানুষ। তাই মাঝে মাঝে আমাদের মধ্যে ঝগড়া হয়। কিন্তু সেটা খুবই সাধারণ ঝগড়া। আমরা দুজনেই ঝগড়ার পরেই সব ভুলে যাই।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতিদিন আমার গায়ে হাত তোলেন অর্জুন কাপুর, খোলাখুলি মুখ খুললেন মালাইকা অ্যারোরা

মলাইকা আরও বলেন, “আমি এবং অর্জুন দুজনেই ঝগড়ার সময় একটু বেশি উত্তেজিত হয়ে পড়ি। তাই কখনো কখনো আমাদের মধ্যে হাতাহাতিতেও চলে যায়। কিন্তু সেটা শুধুমাত্র মজা করে। আমরা দুজনেই একে অপরের আবেগ বুঝি। তাই আমাদের ঝগড়া খুব তাড়াতাড়ি মিটিয়ে যায়।” মলাইকার এই বক্তব্যে অনেকেই বলছেন যে, তাদের সম্পর্ক বেশ ভালো। তারা দুজনেই একে অপরের সাথে মানিয়ে নিতে পারেন। তবে কিছু নেটিজেন আবার বলছেন যে, তাদের ঝগড়ার ধরন বেশ উদ্বেগজনক। এতে তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে যেতে পারে। তবে মলাইকা এবং অর্জুন দুজনেই বলেছেন যে, তারা একে অপরকে খুব ভালোবাসেন। তারা তাদের সম্পর্ককে আরও মজবুত করতে চান।

About Author