Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Apple iPhone 12-এর দাম ফাঁস, iPhone 11-এর চেয়ে সস্তা

অ্যাপলের আসন্ন আইফোন 12 সিরিজের স্মার্টফোনগুলি বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে। এর আগের রিপোর্টে এই ফোনের বিভিন্ন সম্ভাব্য বৈশিষ্ট্য সম্পর্কে জানা গিয়েছিলো। এখনকার নতুন রিপোর্টে এটির দাম সম্পর্কে জানা গেছে। আশা করা যাচ্ছে…

Avatar

অ্যাপলের আসন্ন আইফোন 12 সিরিজের স্মার্টফোনগুলি বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে। এর আগের রিপোর্টে এই ফোনের বিভিন্ন সম্ভাব্য বৈশিষ্ট্য সম্পর্কে জানা গিয়েছিলো। এখনকার নতুন রিপোর্টে এটির দাম সম্পর্কে জানা গেছে।

আশা করা যাচ্ছে চারটি আইফোনের মডেল এই বছরই লঞ্চ করা হবে। একটি রিপোর্ট অনুযায়ী আইফোন 12 সিরিজের 5.4 ইঞ্চি OLED ডিসপ্লে মডেলের দাম আনুমানিক 49,231 টাকা। তবে লক্ষণীয় বিষয় হলো, আইফোন 11 ফোনটির দাম ছিলো প্রায় 53,000 টাকা। অর্থাৎ রিপোর্টটি যদি সত্যি হয় তবে আইফোন 12 স্মার্টফোনটির দাম অনেকটাই সস্তা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আইফোনের অন্যান্য মডেলগুলির দিক দিয়ে দেখতে গেলে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে সাথে ডুয়াল রিয়ার ক্যামেরাযুক্ত ফোনটির দাম 49,231 টাকা। অন্যদিকে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং LiDAR সেন্সর সহ ফোনটির দাম 95,754 টাকা। আইফোন 12 সিরিজের শীর্ষস্থানীয় ফোন যেটিতে রয়েছে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং LiDAR সেন্সর, সেটির দাম প্রায় 83,337 টাকা।

আইফোন 12 সিরিজের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে- A14 চিপসেট ও 5 জি সংযোগ। এর পাশাপাশি রিপোর্টে আরও বলা আছে
যে আইফোন 12 প্রো তে রয়েছে – 6.1-ইঞ্চি ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, 120Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট এবং USB Type-C port। এছাড়া এটিতে রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সুবিধা রয়েছে।

About Author