Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আদিপুরুষ ছবিতে অনুষ্কার বিপরীতে দেখা যাবে প্রভাসকে

Updated :  Saturday, September 12, 2020 7:11 PM

সূত্রের খবর, ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে অনুষ্কাকে। রামায়ণের কাহিনি-নির্ভর এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে এবং প্রধান খলনায়ক হিসেবে দেখা যাবে সেফ আলি খানকে। এই ছবিতে সীতার চরিত্রে দেখা যেতে পারে অনুষ্কাকে। আগামী বছর অর্থাৎ ২০২১ এর ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হবে এই সিনেমার শ্যুটিং। উল্লেখ্য, ২০২১ এর জানুয়ারির মধ্যে অনুষ্কা প্রসব করবেন। এরপরে আদিপুরুষ-এর হাত ধরেই বড় পর্দায় ফিরতে পারেন অভিনেত্রী।

‘তানাজি: দি আনসাং ওয়ারিয়র’-এর সাফল্যের পরে এই মেগা প্রজেক্টের জন্য ওম রাউতের উপরেই ভরসা রেখেছেন ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার।

অনুষ্কার প্রেগন্যান্সি প্ল্যানিংয়ের কথা মাথায় রেখেই ওম রাউতের টিম ফেব্রুয়ারি থেকেই শুরু করবে এই শ্যুটিং। উলেখ্য, ২০১৮ সালে ‘জ়িরো’ই ছিল অনুষ্কা অভিনীত শেষ ছবি, এরপরেই আবার আদিপুরুষ-এর হাত ধরেই হয়তো ফিরতে পারেন অভিনেত্রী।