বিরুষ্কা! এদের প্রেমকাহিনী রুপকথার গল্পকেও হার মানাবে। বিরাট আর অনুষ্কা দুজনে নিজেদের কেরিয়ার তৈরীর পথে এক শ্যাম্পুর বিজ্ঞাপনের শ্যুট করতে গিয়ে প্রথম আলাপ। তারপর বন্ধু থেকে প্রেমিক প্রেমিকা হন। এরপর পাঁচ বছর পরে চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে নভেম্বর মাসে ইতালিতে পরিবার আর আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পডেন। বিয়ের সাড়ে তিন বছরেও এদের প্রেম করেনি বরং দিন যত যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। এখনো কাজের ফাঁকে নতুন প্রেমিক প্রেমিকার মতো রোম্যান্স করতে ভোলেনা৷
বিরুষ্কার কাপল গোল দেখার জন্য গোটা বিটাউন অপেক্ষা করে থাকে। বিয়ের ৩ বছরের মধ্যে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী৷ কাজের পাশাপাশি এখন মেয়েকে একসাথে মানুষ করছেন এই লাভ বার্ডস। মেয়েকে ভালোবেসে নাম দিয়েছেন ভামিকা। এখনো ভামিকাকে দেখাননি অভিনেত্রী৷ অন্যান স্টারকিডদের থেকে নিজের কন্যাকে একটু আলাদা করে মানুষ করতে চান অভিনেত্রী৷ আসল ব্যপার হল দুইজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, অথচ সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমকাহিনিতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই সময়ে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে আইপিএল ব্যর্থ হয়েছেন এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নক-আউট পর্বের আগেই ছিটকে গিয়েছেন। একের পর এক ধাক্কায় জর্জরিত ক্যপ্টেন কোহলি। অবশ্য টি-টোয়েন্টির অধিনায়কত্ব আগেই ছেড়েছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতে পঞ্চাশ ওভারের ম্যাচেও ক্যাপ্টেন্সির দায়িত্ব ছাড়তে পারেন বিরাট। এই সব ঝড়ের মধ্যে স্বামী বিরাটের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তাঁর জীবনেরএকমাত্র ‘মুশকিল আসান’ অনুষ্কা শর্মা। তাই তো রবিবাসরীয় সকালে স্ত্রীর সঙ্গে একান্ত যাপনের একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন বিরাট কোহিল।
My rock ❤️ pic.twitter.com/NaUWrG8US7
— Virat Kohli (@imVkohli) November 21, 2021
ছবিতে দুজনের পোশাকে ধরা পড়ল রং মিলান্তি হিসেবে। দুজনেই গোল গলা সাদা টি-শার্টে লেন্সবন্দি হলেন দুজন। ক্যামেরার দিকে তাক করে অদ্ভূত মুখভঙ্গি করে রয়েছেন দুজনেই। এই মিষ্টি ছবিতে মন গলছে সকল নেটবাসীর। দুজনেত নিজস্বীর ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘মাই রক’, পাশে এঁকেছেন ভালোবাসার চিহ্ন। সত্যি তো বিরাটের সব মুশকিল সময়ের একমাত্র সঙ্গী অনুষ্কা তা নিঃসন্দেহে বলা যেতে পারে। শুধু বিরাট নয় এই একই ছবি অনুষ্কা ও শেয়ার করেছেন। অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই আদুরে পোস্ট।