Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Virat-Anushka: কোহলির কৃতিত্বে উচ্ছ্বসিত অনুষ্কা, স্বামীর প্রশংসায় বললেন এই কথা

Updated :  Monday, January 16, 2023 4:30 PM

কোহলির বিরাট ইনিংসে গতকাল শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের শেষ ম্যাচে ৩১৭ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। আর এরপর থেকে বিভিন্ন মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। গতকাল শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমে অপরাজিত ১৬৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন বিরাট কোহলি। ১১০ বলের বিস্ফোরক সেই ইনিংসে ১৩টি চার এবং ৮টি ছক্কা হাঁকান রান মেশিন। আর এরপর শুভেচ্ছার বন্যা বইয়ে যাচ্ছে কোহলির টাইমলাইন।

সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির সহধর্মিনীর নামও। এদিন শ্রীলংকার বিরুদ্ধে বিরাট কোহলির বিস্ফোরক ইনিংস শেষে শুভেচ্ছা বার্তা জানাতে এমন কয়েকটি বাক্য ব্যবহার করেছেন যা রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কোহলির উদ্দেশ্যে তিনি লেখেন,”কী একজন মানুষ? কী ইনিংস খেলেছেন।” কোহলির উদ্দেশ্যে অনুস্কার লেখা এই দুটি লাইন রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Virat-Anushka: কোহলির কৃতিত্বে উচ্ছ্বসিত অনুষ্কা, স্বামীর প্রশংসায় বললেন এই কথা

আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের শুরুতে প্রথম তিনটি ওডিআই ম্যাচের মধ্যে দুটি ম্যাচে সেঞ্চুরি করেছেন রান মেশিন বিরাট কোহলি। সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৪৬তম সেঞ্চুরি করেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭৪-এ। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, খুব শীঘ্রই ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করলেও আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি বিরাট কোহলি। তবে ওডিআই সিরিজে জাতীয় দলের রাখা হয়েছে তাকে। তাছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন রান মেশিন। এদিকে, ২০২৩ ওডিআই বিশ্বকাপের পূর্বে বিরাট কোহলি ব্যাটে লম্বা ইনিংস হাসি ফুটিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে।