Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ankush-Oindrila: সদ্য বাবা-মা হলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! বিয়ের আগেই সুখবর দিলেন এই জুটি

Updated :  Thursday, December 23, 2021 10:10 AM

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিউডের অন্যতম পাওয়ার কাপেল। তারা দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় একটা জুটি। তাদের বিয়ে নিয়ে বহুদিন ধরে জল্পনা চলছে। মাঝে শোনা গিয়েছিল, চলতি বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতে তারা গাঁটছড়া বাঁধতে পারেন। তবে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এই দুই অভিনেতা অভিনেত্রী জানিয়েছেন এখনই তারা বিয়ে করছেন না। আপাতত তারা দুজনেই নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করেছেন।

কয়েকদিন আগেই বন্ধু পূজা ব্যানার্জীর বিয়েতে গিয়েছিলেন এই সেলেব জুটি। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন তারা। কয়েকদিন আগেই তাদের পরিবারে আরো এক নতুন সদস্য এসেছে সেকথা যারা নিজেরাই জানিয়েছিলেন। তারা নতুন গাড়ি কিনেছেন, সেই ছবি শেয়ার করে তারা ক্যাপশনে লিখেছিলেন, যে তাদের পরিবারের নতুন সদস্য। সম্প্রতি অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফ্ল্যাট থেকে ফিট হবেন। সেই সময় তিনি পাশে পেয়েছিলেন তার সবথেকে কাছের মানুষ অঙ্কুশ হাজরাকেও।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা সংক্রান্ত যেকোন খবরই নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় তাদের অনুরাগীদের মধ্যে এবং সমগ্র নেটনাগরিকদের মধ্যে। তাদের বিয়ে নিয়ে তাদের অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ নেই। তবে হঠাৎ করেই একটি খবর সামনে আশায় অবাক হয়েছেন সকলে। বাবা-মা হয়েছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এই খবর শুনে সকলেই প্রথমে অবাক হয়েছেন। আসল ব্যাপারটা খুলে বলা যাক।

আসলে অঙ্কুশ ও ঐন্দ্রিলা একটি ছোট্ট সারমেয় নিয়ে এসেছে তাদের বাড়িতে। তার নাম তুলো। ইতিমধ্যেই নিজেদের পরিবারে নতুন সদস্যের ছবিও শেয়ার করেছেন তারা। একেবারে সাদা ধবধবে তুলোর মতোই দেখতে তাকে। তুলোর বাবা-মা হিসেবে দাবি করেছেন নিজেদের। বর্তমানে তাদের পরিবারের এই নতুন সদস্যকে নিয়ে তারা ভালোই রয়েছেন। এই সেলেব জুটি তাদের এই নতুন সদস্যের পরিচয় জানিয়েছেন নেটিজেনদের মাঝে।