Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রথযাত্রা উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা

Updated :  Monday, June 22, 2020 8:08 PM

আগামীকাল রথযাত্রা উপলক্ষে সরকারি কর্মচারীদের পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে সরকারি কর্মচারীরা রথযাত্রা উপলক্ষে পূর্ণ দিবস ছুটি পাননি। এবার রথযাত্রায় ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যদিও এবার করোনার প্রকোপে রথযাত্রার চিত্রটি আলাদা। এবার মায়াপুরের ইসকনের মন্দিরে নমো নমো করেই অনুষ্ঠিত হবে রথযাত্রা। প্রতিবছর দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন ইসকনের মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সাক্ষী থাকবার জন্য। তবে এবার মন্দির কতৃপক্ষ জানিয়েছে, মন্দির প্রাঙ্গণেই এবার পালিত হবে রথযাত্রা। বাইরের কোনো ভক্তকে প্রবেশ করতে দেওয়া হবে না।

অপরদিকে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে ওড়িশায় পুরীর মন্দিরে শর্তসাপেক্ষে রথযাত্রা পালন করা যাবে। মন্দিরে সেবায়তদের স্বাস্থ্য পরীক্ষার পর যদি কোনো অস্বাভাবিক কিছু না মেলে তবেই তাঁদের রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেওয়া হবে। এবার ভক্তদের প্রবেশ নিষিদ্ধ পুরীর মন্দিরে। করোনার সমস্ত গাইডলাইন মেনে চলবে রথযাত্রার অনুষ্ঠান। তবে শুধু পুরীর মন্দিরেই পালিত হবে রথযাত্রা। ওড়িশার অন্য কোথাও পালন করা হবে না রথযাত্রা।

মায়াপুর ইসকন মন্দিরে এবার সেবকরাই পালন করবেন রথযাত্রা। চন্দ্রদয় মন্দিরের উঁচু পাঁচিল দিয়ে ঘিরে তাকা জায়গাতেই পালিত হবে রথযাত্রা। ওই মন্দির প্রাঙ্গণের ভূমি দফতরে একটি অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। সেখানেই উল্টোরথ পর্যন্ত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকবেন। প্রতিবছর ইসকনের মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকেন অগণিত ভক্ত। এবার তা করোনার প্রকোপে আর সম্ভব নয়। বাড়িতে বসে সোশ্যাল মিডিয়াতেই দেখতে হবে মন্দিরের অনুষ্ঠান।