Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক বিড়াল ছানাকে আদর করে দুধ খাওয়ালেন অভিনেতা অঙ্কুশ! ভাইরাল ভিডিও

অঙ্কুশ হাজরা টলিউডে অন্যতম প্রাণবন্ত অভিনেতাদের মধ্যে একজন। অভিনেতা হবে এই স্বপ্ন নিয়ে বর্ধমানের একটি গ্রাম থেকে কলকাতায় পা রাখেন। দীর্ঘ স্ট্রাগেলের পর টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে আজ পরিচিতি…

Avatar

By

অঙ্কুশ হাজরা টলিউডে অন্যতম প্রাণবন্ত অভিনেতাদের মধ্যে একজন। অভিনেতা হবে এই স্বপ্ন নিয়ে বর্ধমানের একটি গ্রাম থেকে কলকাতায় পা রাখেন। দীর্ঘ স্ট্রাগেলের পর টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে আজ পরিচিতি পেয়েছেন। কমিক হোক সিরিয়াস সব চরিত্রেই আজ তিনি সাফল্য পেয়েছেন। সিনেমার মতো রিয়েল জীবনে হাসিমুখে থাকতে বেশি ভালোবাসেন। আর অভিনয়ের পাশাপাশি তুখোড় ডান্সের জন্য টলিপাড়ায় বেশ খ্যাত অভিনেতা। নিজের কুল লুক আর স্টাইলের জন্য মহিলা অনুরাগীর কাছে বেশ হিট তিনি।

অভিনেতার অভিনয়ের যেমন একটি দুর্বলতম জায়গা ঠিক একইভাবে আরো একটি দুর্বলতম জায়গা হল তাঁর বান্ধবী ঐন্দ্রিলা। এদের প্রেমের বয়স ১০ বছর। একজন বড় পর্দাতে কাজ করেছেন তো আর এক জন ছোট পর্দাতে। তবে কোনোদিন এদের প্রেমে বাধা হয়নি। ২০২১ সালে রাজা চন্দের হাত ধরে এই অফস্ক্রিন জুটি অনস্ক্রিন জুটি হিসেবে পর্দাতে ম্যাজিক দেখান যা বেশ হিট হয়। অঙ্কুশ আর ঐন্দ্রিলার প্রেমপর্ব হামেশাই পেজ থ্রির পাতাতে শিরোনামে থাকে। এদের প্রেম, ঝগড়া, খুনসুটি সবই এনজয় করে অনুরাগীরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বহু বছরের প্রেমকে এবছরের শেষে পরিণতি দেওয়ার প্ল্যান ছিল। নির্দিষ্ট কোনো দিন না বললেও ডিসেম্বর মাসেই এই জনপ্রিয় জুটি গাঁটছাড়া বাঁধার কথা ছিল।তবে এই মহামারির জেরে এখন সেই প্ল্যান ভেসে যাওয়ার জের। অতিমারির জেরে এখন চারিদিকে আপনজনের মৃত্যু তাই তিনি নিজেদের বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। বিয়ে পিছিয়ে গেলেও একসাথে থাকছেন। গত বছর করোনা আবহে লিভ ইনে থাকা শুরু করেছে করেছেন। নিজেদের দুষ্টু মিষ্টি সম্পর্ক নিয়ে বেশ ভালো আছেন।

অভিনেতা পোষ্যদের খুব ভালোবাসেন। কিছুদিন আগেই একটি কুকুর ছানা দত্তক নিয়েছেন। তাকে আদর করে বাবলা বলে ডাকেন। বাবলার সাথে প্রায়শই নানান মুহূর্ত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে থাকেন। তবে এবারে বাবলা নয় একটা বিড়াল ছানার সাথে সময় কাটাতে দেখা গেল। একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট বিড়ালকে আদর করে দুধ খাওয়াচ্ছেন অঙ্কুশ। বিড়ালের নামকরণ করেছেন মিউ। হঠাৎ মিউ অভিনেতার আবাসনে চলে আসে। তারপর মিউকে আর ছাড়েনা অঙ্কুশ। এই সুন্দর মুহূর্তটি লেন্সবন্দী করেছেন ঐন্দ্রিলা। এই ভিডিও শেয়ার হতে অনুগামীরা লাইকে ভরিয়ে দিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

About Author