হ্যাঁ, এই ছবিগুলি শেয়ার করে অনিতা ক্যাপশনে দাবি করেছেন, “চার বার আমি বেবি বাম্প লুকিয়ে রাখতে সমর্থ হয়েছি। তোমাদের খানিকটা বোকাই বানিয়েছি।” এইব্যপারে, অনেকে অনিতাকে লিখেছেন, ‘এমন খবরে বার বার বোনা হতে রাজি আছি।’ আর তাই নিজের বিবাহবার্ষিকীতে বেবি বাম্প না লুকিয়েই বহু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।View this post on InstagramFour times I managed to conceal my baby bump. Kinddaaa fooled you all!!! ??? Swipe ➡️
৩৯ বছর বয়সে মা হতে চলেছেন অনিতা, আর তাতেই খুব খুশি অনিতা। এছাড়াও, স্বাভাবিক পদ্ধতিতে অন্তঃসত্ত্বা হতে পেরে খুশি অভিনেত্রী।