Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিরিয়ালের অনিতা ভাবীর লাস্যময়ী ছবি দেখে ক্লিন বোল্ড নেটিজেনরা

Updated :  Sunday, April 17, 2022 7:29 PM

ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। কমেডি সিরিয়াল হিসেবে একদিকে যেমন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, “তারক মেহতা কা উল্টা চশমা”, ঠিক অন্যদিকে বেশ জনপ্রিয়তা রয়েছে “ভাবিজি ঘর পার হ্যায়” সিরিয়ালের। এই সিরিয়ালটা শুরু হয়েছিল ২০১৫ সালে। তারপর প্রায় ৭ বছর পেরিয়ে গেছে। এখনও কমেডি শো হিসাবে প্রত্যেকের মনের মনিকোঠায় সযত্নে তোলা রয়েছে এই ধারাবাহিক।

শুরু থেকেই এই ধারাবাহিকের স্ক্রিপ্ট এবং সেইসাথে তারকাদের অসাধারণ অভিনয় জমিয়ে তুলেছিল সিরিয়ালটিকে। কমেডি শো হিসাবে ভারতে এই ধারাবাহিক একদম প্রথম তালিকায় থাকবে সারাজীবন। দীর্ঘ সময় ধারাবাহিকে বেশকিছু অভিনেতা-অভিনেত্রীর বদল হলেও, শোয়ের জনপ্রিয়তাতে তাতে এক বিন্দুও আঁচ পড়েনি। এই সিরিয়ালে পুরনো অনিতা ভাবীর চরিত্রে অভিনয় করতেন সৌম্য ট্যান্ডন। এছাড়া বছরখানেক আগে হিন্দি হিট ছবি ‘জাব উই মেট’ এ কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

সিরিয়ালের দুনিয়াতে মোটামুটি সাদামাটা বেশেই দেখা যায় অনিতা ভাবিকে। ভাবিজি ঘর পার হে সিরিয়ালে অনিতা ভাবির পোশাক ছিল অত্যন্ত সাধারণ শাড়ি। অনুরাগীরা অনিতা ভাবিকে সাধারণ পোশাকে দেখতেই অভ্যস্ত। কিন্তু সম্প্রতি অনিতা ভাবির চরিত্রে অভিনয় করা সৌম্য ট্যান্ডন বেশ কিছু ছবি পোস্ট করেছেন যা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে নেটিজেনদের। এককথায় বলা যেতে পারে সুন্দর লাস্যময়ী রূপে নেটিজেনদের ঘায়েল করেছেন অভিনেত্রী।

আসলে অনেকেই জানেন না হয়তো অনিতা ভাবীর চরিত্রে অভিনয় করা সৌম্য ট্যান্ডন, তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন এক মডেল হিসাবে। মাঝে মাঝে তিনি তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হট ছবি পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দেন। পাশাপাশি এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনকে বলি লাইমলাইটে আনতে চান না। তাই তো তিনি প্রেমিক সৌরভ দেবেন্দ্র সিংকে বিয়ে করার খবর দীর্ঘদিন জানতো না কেও।