Categories: দেশনিউজ

বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা অন্ধ্রপ্রদেশ সরকারের

Advertisement

Advertisement

বৃহস্পতিবার ভোর রাতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিকের ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ১০০০ জন অসুস্থ এদের মধ্যে অনেককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি মৃত ব্যক্তিদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেন।

Advertisement

এছাড়া  যারা ভেন্টিলেটরে চিকিৎসাধীন তাদের জন্য ১০ লক্ষ টাকা আর যারা শুধু অসুস্থ কিন্তু ভেন্টিলেটরে নেই তাদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের ডিজিপি জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে।

Advertisement

অন্ধ্রপ্রদেশ পুলিশের পক্ষ থেকে টুইটে এই গ্যাস লিকের ক্ষেত্রে কি কি করণীয় তার তালিকা দিয়েছেন। টুইট বলা হয়েছে,

Advertisement

১) প্রচুর পরিমানে জল পান করতে হবে।

২) ভিজা কাপড় দিয়ে মুখে মাস্ক পড়তে হবে, ঘরে থাকাকালীন ও এই ভিজা মাস্ক পড়তে হবে।

৩) যদি চোখ জ্বালা করে তাহলে বার বার পরিষ্কার জল দিয়ে চোখ ধুতে হবে। আর প্রয়োজনে চোখে ড্রপ দিতে হবে।

৪) ত্বকে জ্বালা করলে জল দিয়ে ধুতে হবে।

৫) বমি বমি ভাব আসলে ‘ডোমাস্টাল ট্যাবলেট’ খেতে বলা হয়েছে।

৬) প্রয়োজনে দুধ ও কলা খেতে হবে।

৭) কোনোরকম অস্বাভাবিকতা দেখা দিলে ১০৮ নম্বরে সাহায্যের জন্য ফোন করতে বলা হয়েছে।

৮) সর্বোপরি  একে অপরকে সাহায্য করতে বলা হয়েছে।

Recent Posts