Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার্কস্ট্রিট কান্ডের ছায়া, গাড়িতে বন্ধুদের যৌন লালসার শিকার যুবতী

কলকাতা: জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গাড়িতে পুরুষ বন্ধুরা শ্লীলতাহানি করল বছর ২০-র এক যুবতীর। অভিযোগ, মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টি সেরে মহেশতলায় বাড়িতে ফিরছিলেন ওই যুবতী। সঙ্গে কয়েকজন বন্ধুও ছিল।…

Avatar

কলকাতা: জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গাড়িতে পুরুষ বন্ধুরা শ্লীলতাহানি করল বছর ২০-র এক যুবতীর। অভিযোগ, মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টি সেরে মহেশতলায় বাড়িতে ফিরছিলেন ওই যুবতী। সঙ্গে কয়েকজন বন্ধুও ছিল। যুবতীর অভিযোগ, তাঁর সঙ্গে থাকা পুরুষ বন্ধুরা গাড়িতে শ্লীলতাহানি করে।

ঘটনাটি ঘটেছে যাদবপুর থেকে ভবানীপুরের মাঝের রাস্তায়। প্রসঙ্গত, কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় সর্বদা পুলিশি নিরাপত্তা থাকে। যাদবপুরে এক বান্ধবীর জন্মদিনের পার্টি সেরে ফিরছিলেন ওই যুবতী। দুই যুবক সহ ৪ বন্ধু মিলে গাড়িতে বাড়ি ফিরছিল। এর মধ্যে একটি মেয়ে নেমে যাওয়ার পরে ওই যুবতী দুই পুরুষ বন্ধু ও বান্ধবীর সঙ্গে ছিলেন গাড়িতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যুবতীকে একা পেয়ে শ্লীলতাহানি শুরু করে দুজনে। পুলিশে ওই যুবতী জানিয়েছেন, তাদের নাম রাজেশ রায় ও সৌরভ রায়। যুবতীর অভিযোগ, দুজনেই তাঁর শরীরের গোপন জায়গায় হাত দিচ্ছিল। তাঁর কথায়, ‘আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে চিত্‍কার করছিলাম, সাহায্যের জন্য। কিন্তু কেউ এগিয়ে আসেনি। শেষে কোনও মতে নেমে পুলিশ অভিযোগ দায়ের করি।’ এমনকী ওই যুবতীর বান্ধবীও বাধা দেয়নি বলে অভিযোগ।

মহেশতলার এই যুবতীর সঙ্গে ঘটা এই শ্লীলতাহানি উস্কে দিচ্ছে ২০১২ সালে পার্কস্ট্রিট গণধর্ষণের স্মৃতি। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে এক যুবতীকে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনাটি হাইপ্রোফাইল মামলার চেহারা নেয়। তত্‍কালীন যুগ্ম-কমিশনার IPS অফিসার দময়ন্তী সেন ঘটনার তত্‍পরতার সঙ্গে তদন্ত করছিলেন। তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয়।

About Author