Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অ্যাম্বুলেন্সের অভাবে পায়ে হেঁটে বাড়ি ফিরলেন করোনামুক্ত রোগী, কাঠগড়ায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল

Updated :  Saturday, September 26, 2020 7:13 PM

কলকাতা: ফের অব্যবস্থার অভিযোগ উঠেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্সের অভাবে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হল করোনামুক্ত রোগীকে।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাগুইআটির এক বাসিন্দা। আজ করোনামুক্ত হয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। দাদাকে নিতে ভাই হাসপাতালে এলে বলা হয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই দাদাকে খুজে পাওয়া যায় না। বাসে করে মানিকতলায় যাওয়ার পর খোঁজ পাওয়া যায় দাদার। তারপর সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরে করোনামুক্ত রোগী।

অ্যাম্বুলেন্সের অভাবে নাকি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে করোনামুক্ত রোগীকে। এমনটাই অভিযোগ করেছে রোগীর পরিবার। তবে এ ব্যাপারে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এমনকি এ বিষয়ে মুখ খোলেননি হাসপাতালের সুপারও। তবে বারবার করোনা আবহের মধ্যে যেভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কাঠগড়ায় উঠেছে, তা ভাবাচ্ছে সাধারণ মানুষদের।