Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অ্যামোনিয়া গ্যাস লিক করে প্রয়োগরাজের ইফকো প্লান্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত দুই, আহত বহু

প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ইফকো প্ল্যান্টে বড় দুর্ঘটনা। অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত ২। সেইসঙ্গে শারীরিক অবস্থার অবনতি হয়েছে আরও ১৫ জনের। ইউরিয়া তৈরির সময়ে পাম্পে কোথাও লিক হয়ে যায়। সেই থেকে অ্যামোনিয়া…

Avatar

প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ইফকো প্ল্যান্টে বড় দুর্ঘটনা। অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত ২। সেইসঙ্গে শারীরিক অবস্থার অবনতি হয়েছে আরও ১৫ জনের। ইউরিয়া তৈরির সময়ে পাম্পে কোথাও লিক হয়ে যায়। সেই থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করেই এই দুর্ঘটনা বলে অনুমান।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি হয়। সেই সময়ে ওই প্ল্যান্টে উপস্থিত আধিকারিক ভিপি সিং লিকটি বন্ধ করতে এসেছিলেন। কিন্তু তিনি পুরোপুরি ঝলসে যান। তাঁকে উদ্ধার করতে এসে একই অবস্থা হয় আরও এক আধিকারিক অভয়ানন্দের। ঘটনাস্থলে থাকা জনা ১৫ কর্মী অসুস্থ হয়ে যান। তাঁদের মধ্যে বেশ কয়েকজন অজ্ঞানও হয়ে যান বলে খবর। পরে সেই সংবাদ পেতেই বিশেষজ্ঞদের একটি দল আসে ঘটনাস্থলে। তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিপি সিং ও অভয়ানন্দ দুজনেই মারা গিয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কী কারণে এই দুর্ঘটনাটি হল, সেটা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকেরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। মঙ্গলবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আমচকাই অ্যামোনিয়া গ্যাল লিক হয়ে যায়। সেই সময়েই লিকটি বন্ধ করতে যান আধিকারিক ভিপি সিং। কিন্তু তিনি পুরোপুরি ঝলসে যান। পরে আরও এক আধিকারিক অভয়ানন্দের একই অবস্থা হয়। ওই দুজনকে কোনও রকমে বের করে নিয়ে আসা হয়। পরে তাদের মৃত্যু হয়। সেইসঙ্গে আরও অনেকে অসুস্থ হয়ে যান। তড়িঘড়ি সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন বিশেষজ্ঞদের একটি বিশেষ দল। গোটা পরিস্থিতি তারা খতিয়ে দেখেন। তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। ওই বিশেষজ্ঞ দল সঙ্গে সঙ্গে চলে আসায় বড় রকম ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। না হলে অবস্থা আরও খারাপ হত বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার জেরে আশেপাশের এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল।

About Author