Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছট পুজোর দিন প্রদীপ পান্ডে ওরফে চিন্টুকে প্রেম নিবেদন করবেন আম্রপালি দুবে, ৩৬ বছর বয়সে কি বিয়ের পিঁড়িতে অভিনেত্রী?

শুরু হচ্ছে বিহারের সবথেকে বড় উৎসব ছট পুজো। এই সময় বিহারের প্রতিটি মানুষ দারুন ভাবে আনন্দ করেন এবং নিজেদের প্রিয় মানুষের সঙ্গে সময়টা কাটান। এই ছট পুজোর সময় বিহারের বিনোদন…

Avatar

শুরু হচ্ছে বিহারের সবথেকে বড় উৎসব ছট পুজো। এই সময় বিহারের প্রতিটি মানুষ দারুন ভাবে আনন্দ করেন এবং নিজেদের প্রিয় মানুষের সঙ্গে সময়টা কাটান। এই ছট পুজোর সময় বিহারের বিনোদন জগতে ঝড় ওঠে প্রতি বছর। নতুন নতুন গান এবং সিনেমার রিলিজ হয় এই ছট পুজোর সময়। সেরকমই একটি নতুন গান সম্প্রতি রিলিজ হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আম্রপালি দুবেকে প্রদীপ পান্ডে ওরফে চিন্টু সঙ্গে রোমান্স করতে। চিন্টু হলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির তরুণ সুপারস্টার এবং এরই মধ্যে তিনি ভোজপুরি দিনিয়াতে একটা নাম তৈরি করে ফেলেছেন নিজের। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবের সঙ্গে তার নতুন ছবি বিবাহ ৩ মুক্তি পেতে চলেছে। ছট পুজো উপলক্ষে ২০ নভেম্বর বিহার জুড়ে মুক্তি পাবে এই ছবিটি।

আগামী ২৪ নভেম্বর সারা দেশে মুক্তি পাবে এই ছবি। মনে করা হচ্ছে মুক্তির সাথে সাথেই প্রদীপ পান্ডে এবং আম্রপালি দুবের এই ছবি একেবারে সুপারহিট হয়ে যাবে। এই ছবির পার্ট ওয়ান এবং টু এরই মধ্যেই সুপার-ডুপার হিট হয়েছে। তাই এবারে এই ছবির তৃতীয় পার্ট নিয়েও আশাবাদী পরিচালকরা। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার দর্শকদের মন জয় করেছে। আপনাদের জানিয়ে রাখি এই ছবির প্রযোজক নিশান্ত উজ্জ্বল এবং পরিচালক হলেন রজনীশ মিশ্র। এই ছবিতে প্রদীপ পান্ডে এবং আম্রপালি দুবে জুটি অনেকের পছন্দ হবে। এই ছবিতে আরো রয়েছেন যুক্ত রাই, অবধেস মিশ্র, সঞ্জয় পান্ডে, রোহিত সিং, সহ আরো অনেক ভোজপুরি তারকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নতুন ছবিটির ট্রেলার এ দেখা গিয়েছে ছবির প্রধান অভিনেত্রী আম্রপালি দুবে প্রেমের দুঃখে জঙ্গলের মধ্যে বসে আছেন এবং সেখানেই তার সঙ্গে দেখা হয়েছে চিন্টুর। ছবিতে অ্যাকশন ইমোশন প্রেম সবই একসঙ্গে আপনি দেখতে পাবেন। এই ছবির গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। বেশিরভাগ ছবিতেই আপনি দেখতে পাবেন মেয়েটি অন্য কোথাও বিয়ে করে এবং তারপর তার প্রেমিক বিয়েতে এসে তাকে নিয়ে যায়। কিন্তু এই ছবিতে দেখা যায় অন্য একটা গল্প। এই ছবিটি দর্শকদের বেশ ভালো লাগবে বলা যায়। এটা একটা পারিবারিক ছবি তাই আপনি নিজের পরিবারের সাথে খুব সহজেই এই ছবিটি গিয়ে দেখতে পাবেন।

About Author