Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Amrapali Dubey: একটি ছবির জন্য কত টাকা গ্রহণ করেন আম্রপালি? জানুন অভিনেত্রীর নেট ওয়ার্থ

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে বড় অভিনেত্রীদের মধ্যে এখন অন্যতম হলেন আম্রপালি দুবে। এই ইন্ডাস্ট্রিতে এখন তিনি একটা অন্যতম বড় নাম হয়ে উঠেছেন। একদিকে তিনি যেমন ভালো নাচ করতে পারেন, তেমনি ভাবে…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে বড় অভিনেত্রীদের মধ্যে এখন অন্যতম হলেন আম্রপালি দুবে। এই ইন্ডাস্ট্রিতে এখন তিনি একটা অন্যতম বড় নাম হয়ে উঠেছেন। একদিকে তিনি যেমন ভালো নাচ করতে পারেন, তেমনি ভাবে কিন্তু তিনি একজন ভালো অভিনেত্রী। একটা সময় তিনি টিভি সিরিয়াল দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন নিজের জীবনে অনেকটা বড় জায়গাতে পৌঁছে গিয়েছেন তিনি। খুব কম বেতনে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু এখন তিনি প্রায় কোটি টাকায় আয় করেন প্রতিদিন। একটি ছবির জন্য তিনি লাখ লাখ টাকা পারিশ্রমিক গ্রহণ করে থাকেন। সবকিছুই হয়েছে তার কঠোর পরিশ্রমের জন্য।

সোশ্যাল মিডিয়ায় রয়েছে বিশাল ফ্যান ফলোইং

আপনাদের জানিয়ে রাখি আম্রপালি দুবে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় এবং তার সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। তার আশ্চর্যজনক অভিনয় এবং তার নাচের ভিডিওর মাধ্যমে তিনি সবার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন। তিনি কোটি কোটি ভক্তের হৃদয়ে এই মুহূর্তে রাজত্ব করেন। এই অবস্থানে পৌঁছতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। উত্তরপ্রদেশে গোরখপুর তার জন্ম। ৩৭ বছর বয়সী আম্রপালির বাবার নাম শৈলেশ দুবে। মায়ের নাম ঊষা দুবে। আম্রপালির জন্মের কিছু পরেই তার বাবা-মা মুম্বাইতে এসে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই অভিনয় জগতে পদার্পণ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রথমে হতে চেয়েছিলেন ডাক্তার

আম্রপালি দুবেকে এই মুহূর্তে ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে মনে করা হলেও আসলে কিন্তু তিনি ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেটা সফল না হওয়ায়, তিনি সিনেমার জগতে আসেন। টিভি সিরিয়াল দিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। সাত ফেরে : সালোনি কে সফর সিরিয়ালের মাধ্যমে তিনি নিজের অভিনয় জীবন শুরু করেন। এখানে অত্যন্ত কম টাকায় তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন। এরপরে তেরি পলক কে ছাও মে ছবিতে সুমন নামের মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি সারা ভারতে খ্যাতি পান। এরপরে মাইকা থেকে শুরু করে মেরা নাম করেগী রোশন ধারাবাহিককে তিনি অভিনয় করেছেন। প্রায় ছয় বছর টিভিতে কাজ করার পর তিনি বড় পর্দায় কাজ করার সুযোগ পান।

এত কোটি টাকার মালিক আম্রপালি

এই মুহূর্তে কয়েক কোটি টাকার একটি বাড়িতে থাকেন আম্রপালি দুবে। এই মুহূর্তে তার কাছে bmw, রেঞ্জ রোভার, টয়োটা ফর্চুনারের মত বেশ কিছু বিলাসবহুল গাড়ির কালেকশন রয়েছে। মিডিয়ার রিপোর্ট অনুসারে একটি সিনেমার জন্য এই মুহূর্তে তিনি ১০ থেকে ১৫ লক্ষ টাকা গ্রহণ করে পারিশ্রমিক হিসেবে। এই মুহূর্তে তিনি ২৫ কোটি টাকার মালিক।

About Author