বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে আবারো রাজ্যে আসতে পারেন অমিত শাহ, খবর বিজেপি সূত্রে

Advertisement

Advertisement

রাজ্য সফরের রেশ কাটতে না কাটতেই আবারো রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাসে রাজ্যে আসবেন অমিত শাহ। বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে তিনি আসতে চলেছেন এখানে, যার ফলে নতুন করে তৃণমূলে ভাঙ্গন ধরার সম্ভাবনা আছে বলে মতামত বিশেষজ্ঞদের।

Advertisement

গত রবিবার সফরের শেষ দিনে তিনি জানিয়েছিলেন আগামী জানুয়ারি মাসে ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন অমিত শাহ। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে সফর সূচি তৈরি করল রাজ্য বিজেপি। আর এইবারে অমিত শাহ আসবেন বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে। সেদিন তার একটি কর্মীসভা করার কথা। এখনো পর্যন্ত জায়গা ঠিক না হলেও, সম্ভবত হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে এই সভাটি হবে। বিজেপি জানিয়েছে, এই সফরে আরো একটি মেগা যোগদান হতে চলেছে।

Advertisement

প্রসঙ্গত, গত শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। সফরে বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছিল। সেই সফরে তিনি রাজ্য বিজেপির নেতাদের জানিয়ে গিয়েছিলেন আগামী এক মাস কিভাবে তাদের নির্বাচনী কর্মসূচি চলবে।

Advertisement

সেই সফরে বিজেপিতে যোগদান করেছিলেন পূর্ব মেদিনীপুরের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক এবং নেতা ঐদিন বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি ওই সফরে অমিত শাহ জানিয়ে গিয়েছিলেন, বুথ লেভেল পর্যন্ত সংগঠন মজবুত করতে হবে। বিজেপি কর্মীদের জানিয়ে গিয়েছিলেন, প্রতিটি বুথে ৫টি করে দেওয়াল লিখন করতে হবে। আসন্ন সফরে অমিত শাহ খতিয়ে দেখবেন এই কাজ ঠিক কতটা এগিয়েছে।

Recent Posts