নয়া আইনে ভারতের পাশে দাঁড়াল এই শক্তিশালী দেশ! ফের চাপে পাকিস্তান

Advertisement

Advertisement

ভারতের পাশে আমেরিকা! জঙ্গিবিরোধী কার্যকলাপে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। মাস খানেক আগেই ইউএপিএ আইন সংশোধন করেছে মোদী সরকার। নয়া আইনের দরুন এখন কোনও ব্যক্তিকেও জঙ্গি ঘোষণা করা যেতে পারে, কিন্তু আগে শুধুমাত্র জঙ্গি সংগঠনকেই নিষিদ্ধ ঘোষণা করার অধিকার ছিল। ইউএপিএ নয়া সংশোধনী আইনে এই প্রথম চার জনকে জঙ্গি ঘোষণা করা হল। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মৌলানা মাসুদ আজহার, হাফিজ সইদ, জাকির-উর-রহমান লাকভি এবং ১৯৯৩ মুম্বই হামলায় অভিযুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Advertisement

এই প্রসঙ্গে ভারতের প্রশংসা করেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের অ্যালিস ওয়েলস ট্যুইট করে জানিয়েছেন, “আমরা ভারতের পাশে আছি। নতুন সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে চারজন কুখ্যাত মওলানা মাসুদ আজহার, হাফিজ সঈদ, জাকি-উর-রহমান লাখভি এবং দাউদ ইব্রাহিমকে সন্ত্রাসবাদী ঘোষণার যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রশংসা করছি। এই নতুন আইন ভারত- মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ জঙ্গিবিরোধী লড়াই মজবুত করবে।” এই চার জঙ্গিকে ভারত নিষিদ্ধ করায় কূটনৈতিক ভাবে আরও জোরে ধাক্কা খেল পাকিস্তান।

Advertisement

Recent Posts