Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ameesha Patel: শরীরে নেই কোন কাপড়, ৪৫ বছর বয়সে এমন সাহসী ছবি দেখালেন ‘গদর’ অভিনেত্রী আমিশা প্যাটেল, রইল ঝলক

Updated :  Wednesday, December 21, 2022 9:15 AM

আমিশা পাটেল বলিউডের অন্যতম জনপ্রিয়, প্রথম সারির হিট অভিনেত্রী। ২০০০ সালে তেলেগু ছবি ‘বদ্রি’ দিয়েই নিজের অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন। ঐ বছরেই হৃত্বিক রোশনের বিপরীতে ‘কহনা পেয়ার হ্যায়’ দিয়েই নিজের বলিউড ডেবিউ করেছিলেন তিনি। বক্সঅফিসেও চূড়ান্ত সফল হয়েছিল সেই ছবি। এরপর থেকে পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের।

এরপর ২০০১’এ ‘গাদার: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই ছবিটিও যে বক্সঅফিসে বেজায় সাড়া ফেলেছিল সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সেই থেকেই নিজের অভিনয়ের পাশাপাশি বজায় রেখেছেন রূপের দাপটও। বড়পর্দায় বিশেষ দেখা না মিললেও থেকে থেকেই নেটদুনিয়ায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি গোয়া থেকেই নিজের সাহসী হট লুক শেয়ার করে নিয়েছেন তিনি। আপাতত সেই সূত্রেই নিজের ভক্তদের পুনরায় দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী।

অভিনেত্রী সম্প্রতি নিজের একটি সাম্প্রতিক বুমেরাং’এর সূত্র ধরেই চর্চার আলোয় উঠে এসেছেন। কয়েকমাস আগে গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন এই বলি ডিভা। সেখান থেকেই নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নিজেই। সেইসমস্ত ছবির সূত্র ধরে বারবারই চর্চাতে উঠে এসেছেন তিনি। তবে এই মুহূর্তে তার আরও একটি বুমেরাং ভিডিও ভাইরাল হয়েছে। এই ঝলক গোয়ারই, তা অবশ্য নিঃসন্দেহে বলা যায়। সেখানে অভিনেত্রীকে খোলা চুলে কালো বিকিনি লুকেই দেখা গিয়েছে। পাশাপাশি নিজের সাজ পূরণের জন্য হালকা মেকাপে একটি ট্রান্সপারেন্ট বাঘছাল প্রিন্টের শর্ট ড্রেস পরেছিলেন তিনি। নিঃসন্দেহে বলা চলে, এই বেশে তিনি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন তার অগণিত ভক্তমহলের মাঝে। পাশাপাশি তাপমাত্রা বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ারও।