কৌশিক পোল্ল্যে: এবার পুলিশি মামলায় জড়িয়ে গেলেন ‘বেবিডল’ খ্যাত জনপ্রিয় বলিউড গায়িকা কনিকা কাপুর। তার বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ আনলেন পুলিশ, যে কারনে তাকে পুলিশি ব্যবস্থায় শাস্তি দেবার প্রসঙ্গও উঠে আসছে। কনিকা বলিউডের প্রথম করোনা আক্রান্ত রোগী। তার করোনার খবরে রীতিমতো হইচই পড়ে যায় বলিমহলে।
পুলিশ জানান, করোনা একটি সংক্রামক রোগ কাজেই এই রোগে আক্রান্ত হওয়া কোনো অপরাধের বিষয় নয়। একজন সেলিব্রিটিও এই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে যেতেই পারেন কিন্তু তিনি সরকারি তরফে দেওয়া নির্দেশ অমান্য করেন। বিদেশ থেকে ফিরে এয়ারপোর্টে কোনোরকম টেস্ট করাতে রাজি হননি তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলন্ডন থেকে ফিরে হোম কোয়ারেন্টাইন পালন করার বদলে কনিকা হাইপ্রোফাইল পার্টি অ্যাটেন্ড করেছেন, বহু সংখ্যক মানুষের সংস্পর্শে এসে মহামারী আইনকে ভঙ্গ করেছেন। এই মর্মে পুলিশি শমন জারি হয়েছে এবং আগামী ৩০ শে এপ্রিল লকডাউনের মধ্যেই তাকে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন এই গায়িকা। চিকিৎসকদের প্রচেষ্টায় তার ষষ্ঠ করোনা রিপোর্টটি নেগেটিভ আসে, এরপর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে থাকাকালীনও তার বিরুদ্ধে বহু অভিযোগ আনেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তিনি চিকিৎসকদের সঙ্গে একেবারেই সহযোগিতা করতেন না, হাসপাতালের খাবার খেতে চাইতেন না, তার আবদার মেটাতে নাস্তানাবুদ হতে হয় চিকিৎসকদের। রোগাক্রান্ত হয়েও তার সেলিব্রিটি সুলভ আচরনে তিতিবিরক্ত ছিলেন স্বাস্থ্যকর্মীরাও।
সুস্থ হওয়ার পর সদ্যই কনিকা দাবি করেন তিনি দেশে ফিরেও সুস্থ ছিলেন এবং তিনি কোনো পার্টিতে যাননি। তার বিরুদ্ধে আনা চিকিৎসকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গায়িকা। তবু মহামারী আইনভঙ্গের কারনে এবার পুলিশের দারস্থ হতেই হবে কনিকা কাপুরকে।