Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৮ ই জুন থেকে পুরোপুরি খুলে যাবে রাজ্যের সমস্ত অফিস, জানালেন মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাসের প্রবল বাড়বাড়ন্তে লকডাউন বাড়বে কিনা সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই আগামী ৮ ই জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি অফিস খুলে যাবে বলে জানালেন…

Avatar

করোনা ভাইরাসের প্রবল বাড়বাড়ন্তে লকডাউন বাড়বে কিনা সে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই আগামী ৮ ই জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি অফিস খুলে যাবে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ লা জুন থেকে খুলে যাবে জুটমিল ও চায়ের দোকান। একইসঙ্গে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জার দরজাও খুলে যাবে ১ লা জুন থেকেই। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শ্রমিক স্পেশাল ট্রেনে গাদাগাদি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ট্রেনের একটা সিটে ৩ জন বসে আসতে পারলে জুটমিল, চায়ের দোকান, মন্দির-মসজিদও খোলা হোক।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কর্মস্থল ও দোকান খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘১ লা জুন থেকে জুটমিল ও চায়ের দোকান সম্পূর্ণ খুলে দেওয়া হবে। ৮ ই জুন থেকে ১০০ শতাংশ কর্মীর নিয়ে খুলে দেওয়া হবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস।’ এরপর ধর্মস্থানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘১ লা জুন থেকেই খুলে দেওয়া হবে মন্দির, মসজিদ, গুরুদ্বার।’ তবে সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানান তিনি। কোন ধর্মস্থানে ১০ জনের বেশি ব্যক্তিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বড় কোন অনুষ্ঠানেরও অনুমতি মিলবে না ধর্মস্থানে।

About Author