Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালীপুজোর পরের দিনেও ভক্তদের ভিড় কামাখ্যা মন্দিরে

অসম: গতকাল, শুক্রবার কালীপুজো হয়ে গিয়েছে। দীপাবলীর রাত কেটে গিয়েছে। তাও ভক্তদের ভিড় একইরকমভাবে চোখে পড়ছে অসমের কামাখ্যা মন্দিরে। দীপাবলীর আগে থেকেই সমস্তরকম করোনা বিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে আচার-অনুষ্ঠানের…

Avatar

অসম: গতকাল, শুক্রবার কালীপুজো হয়ে গিয়েছে। দীপাবলীর রাত কেটে গিয়েছে। তাও ভক্তদের ভিড় একইরকমভাবে চোখে পড়ছে অসমের কামাখ্যা মন্দিরে। দীপাবলীর আগে থেকেই সমস্তরকম করোনা বিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয় কামাখ্যা মন্দিরে। সেই অনুযায়ী ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা আগে থেকেই করা হয়। সবকিছু মেনে মায়ের পূজা-অর্চনা যেমন হয়, ঠিক তেমনই ভিড় জমান কামাখ্যা মন্দিরে।দীপান্বিতা অমাবস্যার রাতে কামাখ্যা মন্দিরে ভক্তদের ভিড় হওয়া নতুন কিছু নয়। যদিও এবারের দীপান্বিতা অমাবস্যা বা দীপাবলি প্রত্যেকবারের থেকে অনেকটাই আলাদা। এ বছর অনেক কিছুই বদলে গিয়েছে। এবার তার মধ্যে প্রত্যেকবারের মতো অসংখ্য ভিড় লক্ষ্য করা না গেলেও মানুষের ভিড় কামাখ্যা মন্দিরের ছিল না, এমনটা বলা যাচ্ছে না। কালীপুজোর দিন যেভাবে ভিড় লক্ষ্য করা যায়, ঠিক একইভাবে ভিড় ছিল আজ, রবিবারও।সকালে মঙ্গল আরতির পর মাকে নিয়ম-আচার মেনে ভোগ দেওয়া এবং পূজা-অর্চনা করা হয়। ভক্তরাও নিজেদের মনস্কামনা মাকে জানিয়ে পুজো দিয়ে থাকেন। মায়ের আরাধনা কামাখ্যা মন্দির থেকে দক্ষিণেশ্বর সকলেই মেতে উঠেছে। আর নিজ নিজ মনস্কামনা মাকে জানানোর পর সর্বজনীনভাবে সকলের যেন মায়ের কাছে একটাই আকুতি, ‘সবার মঙ্গল করো মা, পৃথিবী থেকে করোনাকে মুছে ফেল মা’।
About Author