চলতি সপ্তাহে ঝোড়ো হাওয়া সাথে ব্যাপক বৃষ্টি এই সব জেলায়

৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গে

Advertisement

Advertisement

মার্চের শেষ সপ্তাহে এসে প্রবল দাবদাহে রীতিমতো নাজেহাল হচ্ছে বাঙালিরা। বাংলায় দিনের পর দিন তাপমাত্রার পারদ ক্রমশ লাফিয়ে বাড়ছে। ভ্যাপসা গরমে প্রাণ যেন ওষ্ঠাগত। তবে এই সময় স্বস্তির খবর শোনান আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল তারা জানিয়েছে যে এবার বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলি। এছাড়া দক্ষিণবঙ্গে ঝোড়ো বাতাস ভ্যাপসা গরম থেকে মুক্তি দেবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে জানিয়েছে, ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, আলিপুর, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কিছুদিনের জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দাবদাহ সামান্য বাড়তে পারে। কিন্তু তারপর দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় যে ঝোড়ো বাতাস বইবে তা শুষ্ক হবে। এর ফলে খুব একটা স্বস্তি পাওয়ার আশা নেই দক্ষিণবঙ্গবাসির।

Advertisement

এছাড়াও জানা গিয়েছে যে এই কয়েকদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা আছে। সানস্ট্রোক থেকে বাঁচতে এই সমস্ত জেলাতে দুপুরের দিকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ অনেকটাই নামবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement